সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাঙামাটিতে বন্যহাতির তান্ডব

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে বন্যহাতির তান্ডব

রাঙামাটিতে বন্যহাতির তান্ডবে বিধ্বস্ত হয়েছে বাড়িঘর, দোকানপাট ও গাড়ি। গতকাল ভোর ৪টায় কাপ্তাই উপজেলার  ৪ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা বন্যহাতি থেকে পালিয়ে নিজেদের প্রাণ রক্ষা করতে পারলেও ব্যাপক ক্ষতির সম্মুখীন হন।  সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির কাপ্তাই উপজেলার  ৪ নং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের তালপট্টি এলাকায় হঠাৎ তান্ডব চালায় বন্য হাতির দল। এ সময় ওই এলাকার স্থানীয়রা নিজ ঘরে অবস্থান করছিল। বন্যহাতির পালের উপস্থিতি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যান স্থানীয়রা। এ সময় বন্যহাতির দল ওই এলাকার বসতঘর, দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে। এ সময় হাতির দল ব্যাপক ক্ষতিগ্রস্ত করে কাপ্তাই উপজেলার ৪ নং ইউনিয়নের ইউপি সদস্য আবদুল আহাদ সেলিমের বাড়িঘর। একইভাবে ভাঙচুর করে স্থানীয় তোফাজ্জলের দোকান। সড়কে থাকা ট্রাকের জানালার কাচ ভাঙচুর করে হাতির দলটি। ইউপি সদস্য আবদুল আহাদ সেলিম জানান, আজানের পর হঠাৎ এক দিন বন্যহাতি তালপট্টি এলাকায় ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই ব্যাপক ভাঙচুর করতে থাকে হাতির দল। পরিবার নিয়ে কোনো রকম প্রাণ রক্ষা পেলেও, রক্ষা পাইনি বাড়িঘর, দোকান ও সড়কের গাড়ি। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বন্যহাতির পালটি জঙ্গলে চলে যায়। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা মো. তানজিলুর রহমান জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম।

বন্যহাতির দল সেখানে একটি ঘর, একটি দোকান এবং  একটি গাড়ি ভাঙচুর করেছে। বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, খাবারের খোঁজে বন্যহাতির দল এখন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। কারণ এখন মৌসুমি ফলের মাস। পাহাড়ে জুমের ফলন হলে হাতির উৎপাত বেড়ে যায়। তবে মানুষেরও কিছু দোষ আছে। হাতির অভয়াশ্রম ধ্বংস করে তৈরি করা হচ্ছে বাড়িঘর, জঙ্গল উজাড় করে করছে জুমচাষ। যার কারণে মানুষ আর হাতির মধ্যে দ্বন্দ্ব লেগে থাকে। কাপ্তাই ৪ নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী মো. আবদুল লতিফ জানান, কাপ্তাই শিল্প এলাকাসহ আশপাশ এলাকায় বসবাসরত জনগণ সব সময় বন্যহাতির আতঙ্কে থাকেন। কারণ এ এলাকায় প্রায় প্রতিদিন হাতি ঘুরে বেড়ায়। মালের ক্ষতি হলেও জান নিয়ে শঙ্কায় আছে স্থানীয়রা। হাতি থেকে প্রাণ বাঁচাতে অনেকে রাত জেগে পাহারা বসিয়েছেন।

সর্বশেষ খবর