সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

রূপগঞ্জে হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা : মির্জা আজম

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকার হাসেম ফুড কারখানা পরিদর্শন শেষে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন, শুনেছি আগুন লাগা ভবনের ৩ তলার ফ্লোরের শ্রমিকদের তালাবদ্ধ করে রাখা হয়েছিল। তালাবদ্ধের ঘটনা উদঘাটন করে এ অগ্নিকান্ডে হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল মির্জা আজমসহ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যকরী সদস্য আনোয়ার হোসেন শাহাবুদ্দিন ফরাজী, সৈয়দ আবদুল আউয়াল শামীম। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভুইয়াসহ উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মির্জা আজম বলেন, হাসেম ফুড কারখানায় মর্মান্তিক দুর্ঘটনায় ৫২ জন শ্রমিকের মৃত্যুর ঘটনায়  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করেছেন। সেসব কমিটির তদন্ত অনুযায়ী যারা দোষী হবে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।            -রূপগঞ্জ প্রতিনিধি

পাবনায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পাবনার ফরিদপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল উপজেলার বিলচন্দক গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, উপজেলার পুঙ্গলী ইউনিয়নের বিলচন্দক গ্রামের খাইরুল মোল্লার ছেলে মানিক মোল্লা ও তার স্ত্রী লাইলী আক্তার। সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন বলেন, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। মেয়ের বাড়ি চাঁদপুরে। তারা গার্মেন্টসে চাকরি করতেন। কয়েক মাস ধরে বাড়িতেই থাকতেন তারা। দুপুরে খাওয়া-দাওয়ার পর স্বামী-স্ত্রী তাদের ঘরে যান। এরপর অনেক সময় তাদের সাড়া শব্দ না পেয়ে স্বজনরা ঘরে গিয়ে দেখতে পান দরজা ভিতর থেকে আটকানো। পরে দরজা ভেঙে তারা আড়ার সঙ্গে তাদের ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে। সহকারী পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। -পাবনা প্রতিনিধি

কটিয়াদীতে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

কিশোরগঞ্জের কটিয়াদীতে মহরম আলী (৪০) নামে এক কৃষককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রাস্তার পাশে পড়ে থাকা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তিনি চান্দপুর ইউনিয়নের চারিয়া গ্রামের ফতে আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে খাওয়া দাওয়ার পর বাড়ি থেকে বের হন মহরম আলী। কিন্তু রাতে আর বাড়িতে ফিরে যাননি তিনি। রাতে স্বজনরা তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। রাতে আশপাশের অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি তার। সকালে পার্শ্ববর্তী মুমুরদিয়া ইউনিয়নের জোয়ারিয়া গ্রামে রাস্তার পাশে অজ্ঞাত ব্যক্তির লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে তার লাশ শনাক্ত করেন। কটিয়াদী মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন বলেন, লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোগরঞ্জ মর্গে পাঠানো হয়েছে।             -কিশোরগঞ্জ প্রতিনিধি

কুমিল্লায় পেট্রোল পাম্পে আগুনে পুড়ল ৫টি বাস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার নিমসারে নিমসার ফিলিং স্টেশনে ৫টি যাত্রীবাহী বাস পুড়ে গেছে। গতকাল বিকালে এ ঘটনা ঘটে।

নিমসার ফিলিং স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানায়, লকডাউনের কারণে ফিলিং স্টেশনের পাশে এশিয়া পরিবহনের পাঁচটি বাস রাখা ছিল। বিকাল ৪টায় একটি বাসে হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন পাশের বাসগুলোতেও ছড়িয়ে পড়ে। পরে ৯৯৯ এ ফোন পেয়ে কুমিল্লা দমকল বাহিনীর দুটি ও চান্দিনার দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কুমিল্লা দমকল বাহিনীর উপ-পরিচালক শরফুদ্দীন জানান, চারটি ইউনিটের এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে  ধারণা করা হচ্ছে বাসের শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পরে বিস্তাারিত বলা যাবে।            -কুমিল্লা প্রতিনিধি

দুই শিক্ষক লাঞ্ছিত যুবলীগ নেতাকে শোকজ

লক্ষ্মীপুরে দুজন প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় সুমন হোসেন বাদশা নামে যুবলীগের এক নেতাকে কারণ দর্শানো নোটিস (শোকজ) করা হয়েছে। গতকাল বিকালে জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। সুমন সদর উপজেলার দালাল বাজার ইউনিয়ন যুবলীগের সভাপতি। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুমনের বিরুদ্ধে দুজন শিক্ষককে অপমান-অপদস্থ করার অভিযোগ উঠেছে। এতে দলীয় শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। এ জন্য তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে তাকে শোকজের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি সালাহ উদ্দিন টিপু বলেন, শিক্ষকদের অপমান-অপদস্থ করার অভিযোগে যুবলীগ নেতা সুমনকে শোকজ করা হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। -লক্ষ্মীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর