সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে ৮০ হাজার বাসিন্দা

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

বন্ধ উপস্বাস্থ্য কেন্দ্র, ভোগান্তিতে ৮০ হাজার বাসিন্দা

চিলাহাটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ করে একই স্থানে ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি স্থাপনের জন্য উপস্বাস্থ্য কেন্দ্রটির দুইটি পাকা ঘর নিলাম ডাকে বিক্রির পর চিকিৎসক, কর্মচারী, আসবাবপত্র ও ওষুধ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ৬৫ বছরের পুরনো স্বাস্থ্য কেন্দ্রটির কার্যক্রম বন্ধ করায় ডোমার উপজেলার ভোগডাবুরী ও কেতকীবাড়ি ইউনিয়নের ৮০ হাজার মানুষ দুই বছর থেকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এদিকে ১০ শয্যার মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি ৪ কোটি ৫২ লাখ টাকায় নির্মাণকাজ শেষ হলেও তা চালুকরণ থমকে আছে। একদিকে উপস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম বন্ধ অন্যদিকে মা ও শিশু কল্যাণ কেন্দ্র চালু না হওয়ায় এলাকার মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। ভোগডাবুরী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ধিরিঙ্গা বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটি যখন চালু ছিল তখন যে কোনো রোগ হলে আমরা ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ পেতাম। স্বাস্থ্য কেন্দ্রটি বন্ধ হওয়ার পর থেকে এলাকার মানুষ স্বাস্থ্যসেবাও পাচ্ছি না। সমাজসেবক মহব্বত হোসেন বাবু বলেন, অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবার জন্য ততকালীন বৃহত্তর রংপুর জেলা পরিষদের চেয়ারম্যান মরহুম মশিউর রহমান যাদু মিয়া চিলাহাটি উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু করেন। তখন থেকে দুইটি ইউনিয়নের মানুষের একমাত্র চিকিৎসা কেন্দ্র হিসেবে সেবা দিয়ে আসছে স্বাস্থ্য কেন্দ্রটি। কেন্দ্রটির কার্যক্রম বন্ধ না করে চিলাহাটি বাজারের যে কোনো স্থানে অস্থায়ীভাবে চালু রাখলে মহামারী করোনার সময় এলাকার ঘরমুখী মানুষ প্রাথমিক স্বাস্থ্যসেবার সুবিধা ভোগ করত। ঠিকাদারের সাইড ম্যানেজার কামরুজ্জামান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা হয়েছে। লকডাউন উঠে গেলে আনুষ্ঠানিকভাবে ভবনটি হস্তান্তর করা হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহ আলম বলেন, চিলাহাটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটির নবনির্মিত ভবনটি ঠিকাদার হস্তান্তর না করায় কার্যক্রম চালু হচ্ছে না।

সর্বশেষ খবর