সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

নাটোরের নলডাঙ্গায় ভবন উদ্বোধন জটিলতায় বঞ্চিত চিকিৎসাসেবা

নাটোর প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় ভবন উদ্বোধন জটিলতায় বঞ্চিত চিকিৎসাসেবা

নাটোরের নলডাঙ্গার প্রায় ৩ লাখ মানুষের ভরসা ৫০ শয্যার উপজেলা হাসপাতাল। এখানে রয়েছে আধুনিক চিকিৎসা সরঞ্জাম। সবকিছু থাকার পরও শুধু উদ্বোধন জটিলতায় চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। চিকিৎসার জন্য নাটোর কিংবা রাজশাহী যেতে হয় এ জেলার রোগীদের। এতে একদিকে যেমন ভোগান্তি, অন্যদিকে পড়তে হয় নানা বিড়ম্বনায়। ফলে স্বাস্থ্যসেবা বঞ্চিত নলডাঙ্গাবাসী। নাটোরের নবাগত জেলা প্রশাসক শামীম আহমেদ শোনালেন আশার কথা। তিনি বলেন, খুব শিগগিরই চালু হতে যাচ্ছে নলডাঙ্গা উপজেলার ৫০ শয্যার জেনারেল হাসপাতাল। চলতি মাসের যে কোনো দিন হাসপাতালটি উদ্বোধন হতে পারে বলেও জানান তিনি। জেলা প্রশাসক বলেন, এটি চালু হলে উপজেলার ৩ লাখ মানুষ সেবা পাবেন। উন্নত চিকিৎসার জন্য তাদের আর রাজশাহী বা নাটোর সদরে যেতে হবে না। জেলা স্বাস্থ্য বিভাগসূত্রে জানা যায়, নলডাঙ্গা উপজেলা চত্বরের পাশে ৫০ শয্যার হাসপাতাল চত্বরে ১ একর জমির ওপর ২০১৮ সালে প্রায় ৪২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে চার তলা ভবন নির্মাণ শুরু হয়। নির্মাণকাজ শেষ হয় গেল মে-তে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাহবুবুর হোসেন জানান, এ হাসপাতালে লিফট সুবিধা রয়েছে। জরুরি রোগী আনা-নেওয়ার জন্য থাকবে দুটি অ্যাম্বুলেন্স। এখানে থাকবে মেডিসিন, সার্জারি, অর্থোপেডিক্স, নাক-কান-গলা, শিশু, স্কিন, গাইনি, পোস্ট অপারেটিভ, ডায়রিয়া ও কার্ডিওলজি বিভাগ। আছে নিজস্ব জেনারেটর ও বিদ্যুৎ ব্যবস্থা। গাইনি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু ও নাক-কান-গলার অপারেশনের ব্যবস্থা রয়েছে। নলডাঙ্গা পৌর মেয়র মনিরুজ্জামান মনির বলেন, ৫০ শয্যার জেনারেল হাসপাতালটি চালু হলে খুব সহজে দূরদূরান্তের রোগীরাও সেবা নিতে পারবেন। এটি নলডাঙ্গাবাসীর ভরসাস্থলে পরিণত হবে। নলডাঙ্গার ইউএনও আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। জনবলসহ খুব শিগগিরই হাসপাতালটি চালু হবে।’ উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ বলেন, হাসপাতালের কাজ শেষ হওয়ার পরও উদ্বোধনের অজুহাতে স্বাস্থ্যসেবা বঞ্চিত করা হচ্ছে উপজেলাবাসীকে। এটা মোটেই কাম্য নয়। নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, ‘স্বাস্থ্য বিভাগকে ভবন বুঝিয়ে দেওয়া হলেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। প্রশাসনিক অনুমোদন পেলে শুরু হবে জনবল নিয়োগ প্রক্রিয়া। এর পরই উদ্বোধনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা করবে নলডাঙ্গার ৫০ শয্যা জেনারেল হাসপাতালের কার্যক্রম। তা হতে পারে এ মাসেই।’

সর্বশেষ খবর