সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

শ্যামপুর সুগার মিলে শ্রমিক কর্মচারীর বেতন নেই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

শ্যামপুর সুগার মিলে শ্রমিক কর্মচারীর বেতন নেই

রংপুরের শ্যামপুর সুগার মিলে উৎপাদন বন্ধ থাকলেও রয়েছেন শ্রমিক-কর্মচারী। কিন্তু বিগত পাঁচ মাস থেকে তাদের বেতন নেই। গতকাল দুপুরে বেতন-ভাতার দাবিতে মিল গেটে বিক্ষোভ সমাবেশ করেছেন শ্রমিক-কর্মচারীরা। এর আগে তারা মিল গেট চত্বরের সামনে পাওনা টাকার দাবিতে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান। গত বছরের পয়লা ডিসেম্বর শ্যামপুর চিনিকলসহ দেশের অপর পাঁচটি চিনিকল আধুনিকায়নের ঘোষণা দিয়ে আখ মাড়াই বন্ধ করে দেওয়া হয়। ফলে বেকার হয়ে পড়েন সুগার মিলের শ্রমিক-কর্মচারীসহ মৌসুমি চাকরিজীবীরা। বেতন-ভাতা না পেয়ে পাঁচ মাস ধরে চরম দুর্দশার মুখে পড়েন শ্রমিক-কর্মচারীরা। শ্যামপুর সুগার মিলে স্থায়ী কর্মচারী রয়েছে ২১৯ জন এবং অস্থায়ী শ্রমিক-কর্মচারী রয়েছেন ১৯৮ জন। এদের মোট বকেয়া রয়েছে ৫ কোটি টাকার বেশি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আবু সুফিয়ান বলেন, করোনার মহা দুর্যোগে সরকার থেকে সাধারণ মানুষকে নানাভাবে সহায়তা দেওয়া হচ্ছে। অথচ চিনিকল বন্ধ করে দিয়ে বেতন দেওয়া হচ্ছে না। বকেয়া বেতন বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে আমরা এখন দুর্বিষহ জীবন যাপন করছি। অনতিবিলম্বে আমাদের প্রায় ৫ কোটি টাকা পরিশোধ করা না হলে আন্দোলন গড়ে তোলা হবে। গত ঈদুল ফিতরে আমাদের বেতনসহ উৎসবভাতা দেওয়া হয়নি। আসন্ন ঈদুল আজহায় বেতন-ভাতা দেওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। অবসরে যাওয়া শ্রমিক-কর্মচারীদের গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পরিশোধ করা হচ্ছে না। ফলে তারাও চাকরি শেষে মানবেতর দিন কাটাচ্ছেন।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সভাপতি আকতারুল বাদশা। শ্রমিক নেতা বুল আমিন, কামরুজ্জামান বাবু, মঞ্জুরুল ইসলাম ও আবদুস সাত্তারসহ কমিটির ১১ সদস্য। এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মৌসুমি চাকরীজীবীসহ সাধারণ চাষিরাও সংবাদ সম্মেলনস্থলে জড়ো হন। তবে অনাকাক্সিক্ষত ঘটনা এড়াতে মিল চত্বর এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। শ্যামপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার সরকার বলেন, পাঁচ মাসের বেতন বকেয়া রয়েছে, এটা ঠিক। ইতিমধ্যে বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। এখন দেখি শ্রমিক-কর্মচারীদের জন্য কী করা যায়। সেই আশায় অপেক্ষা করছি বলে জানান তিনি।

সর্বশেষ খবর