সোমবার, ১২ জুলাই, ২০২১ ০০:০০ টা

দিনাজপুরের কোরবানির হাট মাতাবে ‘রাজা’

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের কোরবানির হাট মাতাবে ‘রাজা’

প্রাকৃতিক উপায়ে মোটাতাজাকরণ প্রক্রিয়ায় পশু পালন করে জাকারিয়া, আকবর আলীসহ অনেক ছোট ছোট খামারি তাদের অবস্থার পরিবর্তন ঘটিয়েছে। স্বাবলম্বীও হয়েছে। কিন্তু করোনার এই সময়ে কোরবানির জন্যে পশু বিক্রি নিয়ে চিন্তিত রয়েছে খামারিরা। সঠিক মূল্য না পেলে অনেক খামারি ক্ষতিগ্রস্তের আশঙ্কাও করেছেন। অথচ দিনাজপুর সদর উপজেলার মাসিমপুরের জাকারিয়া, উত্তর গোবিন্দপুরের আকবর আলী, শ্যামল ঘোষসহ অনেকেই ফ্রিজিয়ান ও শাহীওয়াল জাতের ষাঁড় উৎপাদন করে ভালো দামে বিক্রির আশায় রয়েছেন।  এদিকে, ১২০০ কেজি ওজনের দিনাজপুরের মাসিমপুরের জাকারিয়ার ‘রাজা’ নামের গরুটি দেখতে উৎসুক জনতার ভিড় লক্ষণীয়। শখের বশে পালন করতে গিয়ে কয়েক বছরে গরু পালনে সম্পৃক্ত হন তিনি। কোরবানিকে সামনে রেখে এই রাজাকে নিজ বাড়িতে প্রাকৃতিক উপায়ে বড় করেছেন দিনাজপুর সদর উপজেলার আউলিয়াপুর ইউপির মাশিমপুর গ্রামের মোল্লাপাড়ার জাকারিয়া। খামারি জাকারিয়া জানায়, তার পালনকৃত গাভীকে ফ্রিজিয়ান জাতের বীজ প্রদান করেন এবং এই বীজ এর মাধ্যমে গরুটির জন্ম। ফ্রিজিয়ান জাতের জন্ম নেওয়া এই ষাঁড়টির নাম রাখেন ‘রাজা’। এখন রাজা’র বয়স ২ বছর ৮ মাস। ওজন ১২০০ কেজি। রাজা’র ৭ ফিট দৈর্ঘ্য আর ৫ ফিট ৫ ইঞ্চি উচ্চতা।

রাজার দাঁত চারটি। রাজার দাম হাঁকাচ্ছেন ৭ লাখ টাকা। তবে সুন্দর, শান্ত স্বভাবের এই ষাঁড়টি দেখার জন্যে দূর দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। কেউ কেউ দাম হাঁকিয়েও যাচ্ছেন। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবে গত বছর থেকে জেলা প্রাণিসম্পদ বিভাগের পরিচালনায় চালু হয়েছে দিনাজপুর অনলাইন পশুর হাট। করোনার কারণে এই হাটেও গরুটিকে দেখা যাবে বলে জানায় খামারি।

সর্বশেষ খবর