মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১ ০০:০০ টা

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা প্রধান আসামির বাড়িতে আগুন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা প্রধান আসামির বাড়িতে আগুন

গাইবান্ধায় ছাত্রলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামির বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল রাত ৯টার দিকে শহরের পূর্বপাড়া এলাকার কাঞ্চন মিয়ার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। রবিবার রাতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন ফুলছড়ি উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকি (২৩)। এ ঘটনায় গতকাল নিহতের ভাই আতিকুর রহমান ১১ জনকে আসামি করে গাইবান্ধা থানায় মামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, হত্যার পর কাঞ্চন ও তার পরিবারের লোকজন বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়। এ সময় সোমবার রাত ৯টার দিকে বিক্ষুব্ধরা বাড়িতে হামলা করে আসবাবপত্র ভাঙচুর করে এবং দুটি ঘরে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গাইবান্ধা দমকল বাহিনীর উপসহকারী পরিচালক এনামুল হক জানান, প্রথমে বিক্ষুব্ধ লোকজন তাদের আগুন নেভাতে বাধা দেয়। পরে পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে একটি চেম্বার, একটি থাকার ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে। গাইবান্ধা সদর থানার ওসি মাহফুজার রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম সেলিম পারভেজ বলেন, বিষয়টির কারণ জানা যায়নি।

পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, হত্যার সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর