বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

চিকিৎসক সংকটে বেহাল স্বাস্থ্যসেবা

অজয় দাস, ভাঙ্গা

চিকিৎসক সংকটে বেহাল স্বাস্থ্যসেবা

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক  সংকটসহ নানা সমস্যায় সেবা কার্যক্রমে বেহাল অবস্থা বিরাজ করছে। কয়েক বছর ধরে চিকিৎসক সংকট প্রকট আকার ধারণ করায় প্রতিনিয়ত ভোগান্তির মুখে পড়তে হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের সংযোগস্থলে এ উপজেলাটি হওয়ায় এলাকাটি দুর্ঘটনা প্রবণ হয়ে উঠেছে। দুর্ঘটনায় আহতসহ সাধারণ রোগীদের চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে কর্মরত চিকিৎসকদের। ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গেই ১৯৭৬ সালে ৩১ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সটি স্থাপন করা হয়। এটি ভাঙ্গা পৌর এলাকায় অবস্থিত। উপজেলার একটি পৌরসভা ও ১২টি ইউনিয়নের ৩ লক্ষাধিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ১৯৯৭ সালে এটি ৫০ শয্যায় উন্নীত করা হয়। ভাঙ্গার পাশাপাশি নগরকান্দা, গোপালগঞ্জের মুকসুদপুর, মাদারীপুরের রাজৈর ও শিবচর এলাকার মানুষও এখানে চিকিৎসা নিতে আসেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন একটি ভবন ভেঙে ২০২০ সাল থেকে নতুন ভবন নির্মাণের কাজ চলছে। এতে হাসপাতালের শয্যা সংখ্যা কমে গিয়েছে। ৫০ শয্যার জায়গায় এখন রয়েছে ২৬ শয্যা। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ হাসপাতালে জুনিয়র কন্সালটেন্টের ১০টি পদের ৯টি  শূন্য। শূন্যপদগুলো হলো জুনিয়র কন্সালটেন্ট মেডিসিন, গাইনি, অ্যানেসথেশিয়া, শিশু, অর্থো সার্জারি, কার্ডিওলোজি, চক্ষু, চর্ম-যৌন, নাক-কান ও গলা। জুনিয়র কন্সালটেন্ট সার্জারি পদে চিকিৎসক কল্যাণ কুমার সাহা কাগজ-কলমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকলেও তিনি ডেপুটেশনে রয়েছেন ফরিদপুর সদর হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসা দেন। মেডিকেল অফিসার (প্যাথলজিস্ট), ইএমও, মেডিকেল অফিসার (এএমসি), মেডিকেল অফিসার ইউনানী পদ শূন্য। উপসহকারী মেডিকেল অফিসার পদে ১০টির মধ্যে ৬টি শূন্য। মেডিকেল অফিসারের ৩টি পদের ৩টিতেই এখন চিকিৎসক রয়েছে। ডেন্টাল সার্জনের ১টি পদে চিকিৎসক রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও টেকনিশিয়ানের পদ শূন্য থাকায় ডেন্টাল বিভাগের যন্ত্রপাতি অনেকটা বিকল হয়ে পড়ে আছে। ২০১৬ সাল থেকে এক্স-রে মেশিন বিকল। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মোহসীন উদ্দিন ফকির বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকসহ জনবলের বেশ ঘাটতি রয়েছে। অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছি। জনবলের ঘাটতি থাকায় চিকিৎসা কার্যক্রম ব্যহত হচ্ছে।

সর্বশেষ খবর