শিরোনাম
বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় অস্ত্রসহ তরুণ গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার কিত্তলী এলাকায় একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান ও ছয় রাউন্ড গুলিসহ এক তরুণকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫। র‌্যাবের দাবি, গ্রেফতার হওয়া ওই তরুণ একজন অস্ত্র ব্যবসায়ী। অজ্ঞাত স্থান থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রির উদ্দেশে তিনি মান্দার কিত্তলী এলাকায় অবস্থান করছিলেন। গত সোমবার রাতে র‌্যাব নাটোর ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।

 গ্রেফতারকৃত তরুণের নাম মিজান শেখ (২২)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার প্রসাদপুর বাগদোয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। গতকাল সকালে র‌্যাবের নাটোর র‌্যাব অফিস থেকে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে র‌্যাব-৫-এর নাটোর ক্যাম্পের একটি দল নওগাঁর মান্দা উপজেলার কিত্তলী এলাকায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন নাটোর ক্যাম্পের অধিনায়ক মেজর সানরিয়া চৌধুরী ও উপ-অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন। অভিযানে গিয়ে কিত্তলী গ্রামে নওগাঁ-রাজশাহী মহাসড়ক সংলগ্ন জ্যোতি কোল্ড স্টোরেজের পাশ থেকে মিজান শেখ নামে সন্দেহভাজন এক তরুণকে আটক করে র‌্যাব। পরে তার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দেশি তৈরি একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। অস্ত্রসহ আটক ওই তরুণের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে গতকাল সকালে মান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব। মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, অস্ত্রসহ গ্রেফতার ওই তরুণকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ খবর