বুধবার, ১৪ জুলাই, ২০২১ ০০:০০ টা
চেয়ারম্যান অনুপস্থিত

নষ্ট হলো ভিজিডির চাল সার

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নে ভিজিডির চাল ও কৃষকদের জন্য বরাদ্দকৃত পাট অধিদফতরের দেওয়া সার বিতরণে দেরি হওয়ায় নষ্ট হয়ে গেছে। চেয়ারম্যানের গাফিলতির কারণে সার ও ভিজিডির চাল গোডাউনে থেকে নষ্ট হয়েছে বলে অভিযোগ ইউপি সদস্যদের। জানা যায়, নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকায় স্থগিত হয়ে পড়ে বিভিন্ন কার্যক্রম। সেই সঙ্গে গোডাউনে তালাবদ্ধ অবস্থায় পড়ে থাকে ভিজিডির চাল ও পাট অধিদফতরের দেওয়া কৃষকদের জন্য বরাদ্দকৃত সার। সঠিক সময়ে বিতরণ না করায় প্রায় ৪০ বস্তা সার এবং প্রায় ৩০ বস্তা ভিজিডির চাল নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্যদের অভিযোগ, পাটবীজ বপনের সময় পাট অধিদফতর থেকে কৃষকদের জন্য পাটের বীজ আসে।

সর্বশেষ খবর