বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেহাল দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনার শঙ্কা

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

বেহাল দৌলতদিয়া ফেরিঘাটে দুর্ঘটনার শঙ্কা

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহন পারাপারের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ফেরিঘাট। রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিএর) ভাষ্য মতে দৌলতদিয়া প্রান্তে ফেরিঘাট রয়েছে সাতটি। কিš' বাস্তবে দৌলতদিয়া প্রান্তের ৩, ৪, ৫ এবং ৭ নম্বর ঘাটটি সচল রয়েছে। ১ ও ২ নম্বর ঘাটটি বন্ধ দীর্ঘ কয়েক বছর। তবে পদ্মায় পানি ব"দ্ধির কারণে বন্ধ হওয়ার পথে রয়েছে ৩ নম্বর ফেরিঘাটটি। অন্যদিকে দীর্ঘদিনে ৫নং ফেরিঘাটের পল্টুন মেরামত করতে পারেনি বিআইডব্লিউটিসি কর্ত"পক্ষ। ৩ ও ৫ নাম্বার ঘাট দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করছে ঘাট কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভ পরিবহন চালকদের। গতকাল সকালে ফেরিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের কোন চাপ নেই। ঢাকা-খুলনা মহাসড়ক হয়ে ফেরিঘাট এলাকায় আসছে যানবাহনগুলো। বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন কর্ত"পক্ষ (বিআইডব্লিউটিসির) টিকিট কাউন্টার থেকে গাড়ি আটকে দি"েছ পুলিশ। সেখান থেকে যথাযত কারণ দেখিয়ে ঘাট এলাকায় গিয়ে ফেরিতে উঠছে। পদ্মা তীব্র স্রোত সূষ্টি হয়েছে। ফেরিগুলো চলাচলে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। ৫নং ফেরিঘাট দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহনগুলো ফেরিতে উঠছে। ৩নং ফেরিঘাটের পল্টুনের সামনের অংশ পানিতে তলিয়ে গিয়েছে। দুপুরের দিকে মেরামতে আসে একটি ট্রাক। মাগুরা থেকে আসা ট্রাক চালক মো. রহিম মিয়া বলেন, দৌলতদিয়া ফেরিঘাট জোরাতালি দিয়ে চলানো একটি ফেরিঘাট। ঘাট কর্ত"পক্ষের উদাসীনতার কারণে বছরের বেশিরভাগ সময়ই ঝুঁকি নিয়ে যানবাহন পারাপার করতে হয়। তিনি বলেন ৫ নং ঘাটের র‌্যাম ভেঙে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।  কাভার্ভ ভ্যান চালক মো. সাহেদ আলী বলেন, পদ্মার পানি ব"দ্ধির সঙ্গে সঙ্গে ৩ নাম্বার ফেরিঘাটের র‌্যাম পানির নিচে তলিয়ে গেছে। আমরা অনুমানের ওপর ভিত্তি করে ঘাট থেকে সংযোগ সড়কে উঠছি। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে।  দৌলতদিয়ার স্নানীয়র বাসিন্দা মো. রাজ্জাক শেখ বলেন, দৌলতদিয়া ফেরিঘাটগুলো বেহলা অবস্তায় রয়েছে। এই ঘাট নিয়ে সরকারের উদাসীনতা রয়েছে। যখন যাত্রী ও যানবাহনের চাপ হবে তখন ঘাট বন্ধ করে কৃত্রিম ভোগান্তি তৈরি করবে ঘাট কর্ত"পক্ষ। তিনি বলেন সরকারের সৎ ব্যক্তির পদক্ষেপ ছাড়া এই ঘাট ভালো হওয়ার সম্ভাবনা নেই। গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, ফেরিঘাট  কর্ত"পক্ষ কার কাছে জাবাবদিহিতা করে সেটা জানি না। তবে ফেরিঘাট কর্ত"পক্ষকে হয় জেলা উন্নয়ন সভা অথবা উপজেলা উন্ন্য়ন সমন্বয় সভার সাথে যুক্ত রাখা উচিত। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটের উপ-মহাব্যবস্পাক মো. ফিরোজ শেখের মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ খবর