বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

লকডাউনে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

প্রতিদিন ডেস্ক

লকডাউনে ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর খাদ্য উপহার

লকডাউনের কর্মহীন হয়ে পড়া ক্ষুদ্র ব্যবসায়ী, হোটেল ও পরিবহন শ্রমিক, মুচি, কামার, নরসুন্দর, শ্রমিক, তৃতীয় লিঙ্গসহ বিভিন্ন শ্রেণি পেশার কয়েক হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

মাগুরা : ক্ষতিগ্রস্ত হোটেল শ্রমিকসহ ৪৫০ জনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. আশরাফুল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। কুড়িগ্রাম : শ্রমজীবী খেটে খাওয়া তিন শতাধিক পরিবারের মাঝে সবজি বিতরণ করেছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী, আওয়ামী লীগ নেতা সাইদ হাসান লোবান প্রমুখ। এদিকে, দুপুরে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে ৭ শতাধিক অসহায় ও দুস্থ পরিবারকে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ : জেলার তিন হাজার মানুষের মাঝে ঈদ উপহার ও খাদ্য সহায়তা প্রদান করেছে এরফান গ্রুপ। দুপুরে প্রতিষ্ঠান চত্বরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী এগুলো বিতরণ করেন। খাগড়াছড়ি : খাগড়াছড়ি রিজিয়নের সদর জোনের উদ্যোগে সরকারি কলেজ মাঠে ১৮০ পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের অধিনায়ক লে. কর্নেল তৌফিকুল বারী। বগুড়া : কর্মহীন সড়ক পরিবহন শ্রমকিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা বিএনপি। বিকালে বগুড়া শহরে চাম্পা মহলে এগুলো বিতরণ করা হয়। দুপুরে বগুড়ার সদরের মম ইন বিনোদন পার্কে টিএমএসএস সহযোগিতায় এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল করিম, অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম প্রমুখ। গলাচিপা (পটুয়াখালী) : পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত ১০০ ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ সাহিন।

সর্বশেষ খবর