বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
হাজিরা জটিলতায় পাঁচ মাস বেতন বন্ধ

কেসিসির আউটসোর্সিং কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, খুলনা

হাজিরা সংক্রান্ত জটিলতায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) আউটসোর্সিং পরিচ্ছন্ন কর্মীদের পাঁচ মাস ধরে বেতন বন্ধ রয়েছে। এতে করোনাকালে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মীরা। এদিকে বেতন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে গতকাল খুলনা প্রেস ক্লাব ও কেসিসির পাওয়ার হাউস মোড়ের গ্যারেজের সামনে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। জানা যায়, ২০২০ সালে ঠিকাদারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ১২০ জন আউটসোর্সিং কর্মী কেসিসির অধীনে পরিচ্ছন্নতা কাজে জড়িত রয়েছেন। কিন্তু হাজিরা সংক্রান্ত জটিলতায় ফেব্রুয়ারি মাস থেকে তাদের বেতন বন্ধ রয়েছে। আউটসোর্সিং কর্মীরা জানান, করোনার মধ্যেও স্বাস্থ্যঝুঁকি নিয়ে কর্মীরা নিয়মিত সিটি করপোরেশনের বর্জ্য পরিষ্কার করছেন। কিন্তু বেতন না পেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। একে করোনার লকডাউন তারওপর সামনে ঈদ পরিবার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কর্মীরা। আউটসোর্সিং কর্মীদের সুপারভাইজার হাফিজুল ইসলাম বলেন, পরিচ্ছন্নতাকর্মীদের হাজিরার বিষয়ে জটিলতা তৈরি হলে সিটি মেয়র তদন্ত কমিটি করেছিলেন। তদন্তের প্রতিবেদনও তার কাছে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমানে অসুস্থ হয়ে তিনি ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। তিনি খুলনায় ফিরলে এই সমস্যার সমাধান হবে।

সর্বশেষ খবর