বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

বরিশালে ভুল চিকিৎসায় মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের একটি বেসরকারি হাসপাতালে এক নারীর পায়ে অপারেশনের পর তার মৃত্যু হয়েছে। ভুল চিকিৎসায় পঞ্চাশোর্ধ ওই নারীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। যদিও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সকাল ১১টায় নগরীর বাঁধ রোডের বেসরকারি রাহাত আনোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। তার নাম কামরুন্নাহার রোজী (৫১)। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকার মৃত আবদুল আজিজ মাস্টারের স্ত্রী। স্বজনরা জানান, গত বৃহস্পতিবার নিজ বাসায় দুর্ঘটনায় তার একটি হাত ও পা ভেঙে যায়। গত সোমবার নগরীর রাহাত আনোয়ার হাসপাতালে অর্থোপেডিক চিকিৎসক ডা. ফজলে রাব্বিকে দেখান তারা। পরদিন মঙ্গলবার রাতে ওই হাসপাতালে তার পায়ের অপারেশন সম্পন্ন হয়। অপারেশন শেষে জ্ঞান ফেরার পর রাত সাড়ে ১১টায় পায়ে প্রচ- ব্যথা অনুভব করেন তিনি। একজন নার্স তাকে রোলাক ইনজেকশন পুশ করেন। এর কিছুক্ষণ পর তার শ্বাসকষ্ট শুরু হয়। গতকাল সকালে তার মৃত্যু হয়। স্বজনদের দাবি, অপারেশন থিয়েটারে নেওয়ার আগ পর্যন্ত স্বাভাবিক ছিলেন কামরুন্নাহার। ডাক্তারের ভুল চিকিৎসায় তিনি গুরুতর অসুস্থ হয়ে মারা যান বলে অভিযোগ করেন তারা।

সর্বশেষ খবর