বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা

জয়পুরহাটে নেই চামড়া কেনার প্রস্তুতি

জয়পুরহাট প্রতিনিধি

একদিকে করোনার প্রভাব অপরদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে বকেয়া পড়ে আছে কোটি কোটি টাকা। সব মিলে আসন্ন ঈদুল আজহায় পশুর চামড়া কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুহাটের চামড়া ব্যবসায়ীরা। তাদের আশঙ্কা সময়মতো চামড়া কিনতে না পারলে তা চলে যাবে চোরাকারবারিদের হাতে। পাচার হয়ে যাবে কোটি কোটি টাকার চামড়া। ফলে এখনই প্রয়োজনীয় হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। প্রতিবছর কোরবানির ঈদে জয়পুরহাটের আড়তগুলো থেকে প্রায় ১০০ কোটি টাকার পশুর চামড়া ঢাকায় সরবরাহ করা হয়। এ বছর জেলার চামড়ার আড়তে নেই কোনো প্রস্তুতি। কারণ হিসেবে ব্যবসায়ীরা জানান, করোনার প্রভাবের পাশাপাশি বর্তমানে চামড়ার বাজার খুব খারাপ। তার ওপর ট্যানারি মালিকদের প্রায় ১২ কোটি টাকা বাকি দিয়ে অনেকে নিঃস্ব হয়েছেন। এ অবস্থায় চামড়া শিল্প বাঁচাতে সরকারের সরাসরি হস্তক্ষেপ চেয়েছে জেলা চামড়া মালিক সমিতি। জয়পুরহাট শহরের আরাফাত নগর, আমতলী, পাঁচবিবি উপজেলার রেলগেট, আক্কেলপুর উপজেলার হাজিপাড়ার চামড়ার আড়তের ব্যবসায়ীরা জানান, ট্যানারি মালিকরা গত কয়েক বছরের কোটি কোটি পাওনা টাকা এখনো পরিশোধ করতে পারেনি।

সর্বশেষ খবর