বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১ ০০:০০ টা
বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি

গাজীপুরে সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ফের গতকাল দিনভর কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন এক পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষুব্ধ কর্মচারীরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেছেন। পুলিশ ও আন্দোলনরতরা জানান, গাজীপুর সিটি করপোরেশনের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষীপুরা এলাকাস্থিত স্টাইল ক্র্যাফট পোশাক কারখানায় প্রায় সাড়ে ৭০০ কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের মার্চ, মে ও জুন মাসসহ গত সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন-ভাতাসহ ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়াও কারখানার কর্মচারীরা ইনক্রিমেন্টসহ তাদের চার বছরের বার্ষিক ছুটির ও ২ বছরের ঈদ বোনাসের টাকা পাওনা রয়েছে। তারা বেশ কিছুদিন ধরে এসব পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরিশোধ করেনি। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা তাদের পাওনা পরিশোধের দাবিতে ৬ জুলাই থেকে লাগাতার কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীদের পাওনা বকেয়া বেতন-ভাতার মধ্যে এক মাসের বেতন-ভাতা মঙ্গলবার পরিশোধের কথা ছিল। এ ছাড়াও অপর দুই মাসের পাওনা ১৫ জুলাই পরিশোধের কথা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর