শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

পানে বিষ মিশিয়ে ননদকে হত্যা, শাশুড়ি অসুস্থ

শাজাহানপুরে যুবকের ঘুষিতে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার গাবতলীতে পারিবারিক বিরোধের জেরে পানের সঙ্গে উকুননাশক বিষ মিশিয়ে ননদকে হত্যার অভিযোগ উঠেছে। একই প্রক্রিয়ায় অসুস্থ হয়েছেন অভিযুক্তের শাশুড়ি। এ ঘটনায় নিহতের ভাই আল-আমিন থানায় হত্যা মামলা করেছেন। অভিযুক্ত গৃহবধূ পপিকে পুলিশ গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। গাবতলী থানা সূত্রে জানা যায়, উপজেলার মহিষাবান ইউনিয়নের ধোরা মধ্যপাড়া গ্রামের আল-আমিন চার বছর আগে সদর উপজেলার জহুরুল ইসলামের মেয়ে পপিকে বিয়ে করেন। সংসার জীবনে তাদের তিন বছরের একটি মেয়ে রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা লেগেই থাকত। গত ১৩ জুলাই সকালে পপি তার শ্বশুর মোজাম্মেল হক ও শাশুড়ি রাশেদা বেগমকে পানের জর্দার সঙ্গে উকুননাশক বিষ মিশিয়ে খেতে দেয়। অজ্ঞাত কারণে শ্বশুর পান না খেলেও শাশুড়ি পান খেয়ে অসুস্থ হন। পরদিন মায়ের অসুস্থতার খবর পেয়ে মেয়ে সাথী বেগম বাবার বাড়ি ছুটে আসেন। মায়ের অসুস্থতা নিয়ে পপির সঙ্গে তার বিবাদ শুরু হয়। এক পর্যায়ে কৌশলে পপি ননদ সাথীকেও উকুননাশক বিষ খাওয়ায়। তিনি অসুস্থ হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাথী মারা যান। বগুড়ার গাবতলী মডেল থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পপি হত্যার দায় স্বীকার করেছেন। মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এদিকে বগুড়া শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা গ্রামে ছাগলে বেগুন গাছ খাওয়া নিয়ে বিরোধে যুবকের ঘুষিতে রমজান আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল বিকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। নিহত রমজান আলী শাজাহানপুর উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা বড়পাড়া গ্রামের পরশ উল্লাহর ছেলে। জানা যায়, শুক্রবার দুপুরে রমজান আলী তাদের  খেত থেকে বেগুন তুলছিলেন। এ সময় পোয়ালগাছা ভাদাই পাড়ার সাজ্জাদ হোসেনের ছেলে শিবলু মিয়ার ছাগল খেতে ঢুকে বেগুন গাছ খেয়ে ফেলে।

সর্বশেষ খবর