শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

কাভার্ড ভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ১২ প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

কাভার্ড ভ্যান-লেগুনা সংঘর্ষে নিহত ৫

নরসিংদীতে দুমড়ে-মুচড়ে গেছে দুর্ঘটনাকবলিত গাড়ি। এ সময় মারা গেছেন পাঁচজন -বাংলাদেশ প্রতিদিন

নরসিংদীতে গতকাল কভার্ড ভ্যান ও লেগুনা সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ছাড়া বগুড়া, নওগাঁ, নারায়ণগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও দিনাজপুরে পৃথক দুর্ঘটনায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধদের পাঠানো খবর- নরসিংদী : পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক মহাসড়কের ভাটপাড়া টাকশাল মোড়ে কাভার্ড ভ্যান-লেগুনা সংঘর্ষে পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুনামগঞ্জের বাংলাবাজার দেওয়ানগঞ্জের সাইফুল ইসলামের ছেলে আলামিন (১০), বেলাবো উপজেলার হাফিজুল ইসলাম (৪৬) ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁন মিয়া (৫৫)। এ ছাড়া দুজনের পরিচয় পাওয়া যায়নি। আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় দুপুরে বাসের ধাক্কায় অজ্ঞাত (৪৫) নারীর মৃত্যু হয়েছে। বগুড়া : দুপুরে শেরপুর উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। তিনি হলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি সাদুল্যাপুর উপজেলার মিলন হোসেন (৪০)। এদিকে, বৃহস্পতিবার রাতে সারিয়াকান্দি পৌর এলাকার উত্তর হিন্দুকান্দি এলাকায় সিএনজি-অটোভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। তারা হলেন- উত্তর হিন্দুকান্দি গ্রামের ওয়ারেছ মিয়া (১৯) ও সিয়াম (১৫)। নওগাঁর : পোরশা উপজেলায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের পরিচয় জানা যায়নি। রাত ৮ টার দিকে উপজেলার সরাইগাছি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সকালে উপজেলা জামপুর ইউনিয়নের তালতলা স্ট্যান্ডে পিকাপের ধাক্কায় ভ্যানগাড়ির দুই যাত্রী নিহত হয়েছেন। তারা হলেন নোয়াগাঁও ইউনিয়নের ভিটিপাড়ার মনির হোসেন (৪০) ও জামপুরের রুহুল আমিনের ছেলে হাবিব (১২)। রংপুর : সকালে নগরীর তাজহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ট্রাক ঢুকে পড়ায় শাহ আলম (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ময়মনসিংহ : ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের রামগোপালপুর পশ্চিমপাড়া সকালে ট্রাক-পিকআপ সংঘর্ষে শরিফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল : সদর উপজেলার রসুলপুর এলাকায় কাভার্ড ভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দিনাজপুর : বৃহস্পতিবার রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের দলুয়া বাজারে ট্রাকের ধাক্কায় সোয়েব (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সোয়েব বীরগঞ্জের সাতোর ইউনিয়নের আজিজের ছেলে।

সর্বশেষ খবর