শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

সোনালি আঁশে স্বপ্ন বুনছেন চাষিরা

নাটোর প্রতিনিধি

সোনালি আঁশে স্বপ্ন বুনছেন চাষিরা

সোনালি আঁশ খ্যাত পাটের সুদিন ফিরেছে। পলিথিনের ব্যবহার কমিয়ে পাট ও পাটজাত পণ্য ব্যবহার বাড়াতে উৎসাহ দেওয়া হচ্ছে ভোক্তাদের। অপর দিকে পাট চাষে আগ্রহী করতে চাষিদের সরকার থেকে দেওয়া হচ্ছে প্রণোদনা। সোনালি আঁশ ঘিরে স্বপ্ন বুনছেন নাটোরের কৃষকরা। নলডাঙ্গা উপজেলার বিভিন্ন সড়কে দেখা যায় পাটচাষি-শ্রমিকরা ব্যস্ত  সময় পার করছেন আঁশ ছাড়ানোর কাজে। ইতিমধ্যে উপজেলার হাট-বাজারে উঠতে শুরু করেছে পাট। কৃষকরাও পাচ্ছেন ভালো দাম। নলডাঙ্গার পশ্চিম মাধনগরের বাসিন্দা আবদুল আজিজ জানান, এবার তিনি পাঁচ বিঘা জমিতে পাটচাষ করেছেন। প্রতি বিঘায় সব মিলিয়ে প্রায় ১৫ হাজার টাকা খরচ হয়েছে। পাটের ফলন ও দাম ভালো পাচ্ছেন। একই কথা জানান উপজেলার সরকারপাড়া গ্রামের কৃষক উজ্জ্বল।

সর্বশেষ খবর