শনিবার, ১৭ জুলাই, ২০২১ ০০:০০ টা
সংক্ষিপ্ত

কাজীরহাট-আরিচা ঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

পাবনা প্রতিনিধি

কাজীরহাট-আরিচা ঘাট পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদুল আজহা সামনে রেখে যাত্রী ও পরিবহন চলাচল আরও গতিশীল করতে দ্রুত সময়ের মধ্যে আরেকটি নতুন ফেরি চলবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। গতকাল দুপুরে পাবনার কাজীরহাট ফেরিঘাট পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতুর ওপর চাপ ও ঝুঁকি কমাতে এবং মুজিববর্ষ উপলক্ষে বর্তমান সরকারের ১০ হাজার কিলোমিটার নদীপথ বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবেই কাজীরহাট-আরিচা নৌরুটে ফেরি সার্ভিস চালু করা হয়। ইতিমধ্যে এ রুটটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ঈদে অতিরিক্ত যাত্রী ও পরিবহনের চাপে দু-এক দিনের মধ্যে নতুন আরেকটি ফেরি এ রুটে চলা শুরু করবে। উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পুলিশ সুপার মহিবুল ইসলাম বিপিএম প্রমুখ।       

সর্বশেষ খবর