রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

বিদ্যালয় মাঠে পশুর হাট

নরসিংদী প্রতিনিধি

বিদ্যালয় মাঠে পশুর হাট

নরসিংদীর মনোহরদীতে বিদ্যালয় মাঠে বসছে পশুর হাট। স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠান প্রাঙ্গণে পশুর হাট বসানোর জন্য সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলেও মনোহরদীতে তা মানা হচ্ছে না। ফলে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, স্থানীয় প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষকে না জানিয়ে হাতিরদিয়া বাজার কর্তৃপক্ষ মনোহরদীর হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চবিদ্যালয় এবং হাতিরদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। হাতিরদিয়া ছাদত আলী আদর্শ উচ্চবিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ইজারাদারের লোকজন খুঁটি পুঁতে, রশি বেঁধে মাঠজুড়ে হাটের কাঠামো সাজাচ্ছেন। আজ বসবে এ হাট। বাজারের ইজারাদার মোক্তার মোল্লা বলেন, করোনার কারণে মানুষের সুবিধার জন্য স্কুল মাঠে পশুর হাট নেওয়া হয়েছে। প্রশাসন অনুমতি দিয়েছে কিনা জিজ্ঞেস করলে পরে কথা বলবেন বলে সংযোগ কেটে দেন।  ইউএনও এ এস এম কাসেম বলেন, সরেজমিন গিয়ে বিষয়টি বিবেচনা করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর