রবিবার, ১৮ জুলাই, ২০২১ ০০:০০ টা

সখীপুর থেকে চুরি হওয়া ৫১ শূকর কুলাউড়ায় উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি

সখীপুর থেকে চুরি হওয়া ৫১  শূকর কুলাউড়ায় উদ্ধার

টাঙ্গাইলের সখীপুর থেকে চুরি হওয়া ৫১টি শূকর মামলার দুই দিনের মাথায় সিলেটের মৌলভীবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম উদ্দিন চুরি হওয়া ৫১টি শূকরের মধ্যে ৪০টি মৌলভীবাজারের কুলাউড়া থেকে জীবিত উদ্ধার করেন। উদ্ধার শূকরের বাজারমূল্য প্রায় সাড়ে ৫ লাখ টাকা। শনিবার বিকালে সখীপুর থানা ক্যাম্পাসে শূকরের মালিক ঘাটাইলের ধলাপাড়া গ্রামের খোকা চন্দ্র দাসের ছেলে পরেশ চন্দ্রের কাছে হস্তান্তর করা হয়। জানা যায়, ঘাটাইল উপজেলার ধলাপাড়া গ্রামের পরেশ চন্দ্র দাসের চারজন কর্মচারী ১০৯টি শূকর নিয়ে সখীপুর পৌরসভার আন্দি জঙ্গলে অবস্থান নেন। গত ১১ জুলাই রাত ১টার দিকে ওই চার কর্মচারীকে গাছের সঙ্গে বেঁধে রেখে ১০৯টি মধ্যে ৫১টি শূকর নিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় ১৫ জুলাই পরেশ চন্দ্র দাস মামলা করেন। পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ওই দিন রাতেই নেত্রকোনার কমলাকান্দা উপজেলার কুয়ারপুর গ্রামের আলী আজগরের ছেলে আকবর হোসেন রাসেলকে গ্রেফতার করে। রাসেলকে ১৬ জুলাই দুই দিনের রিমান্ড চেয়ে টাঙ্গাইল আদালতে পাঠালে বিচারক তা মঞ্জুর করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ডাস্টবিন থেকে শূকরগুলো জীবিত উদ্ধার করা হয়। মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই নাজিম বলেন, গ্রেফতার আসামিকে রিমান্ড শেষে টাঙ্গাইল আদালতে পাঠানো হবে।

সর্বশেষ খবর