সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফুটপাথে কাতরাচ্ছিল যুবক উদ্ধারে এগিয়ে এলো না কেউ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

ছুরিকাঘাতে আহত শরীফ নামে এক যুবক ফুটপাথে পড়ে কাতরাচ্ছিলেন। আর তাকে ঘিরে রাখে উৎসুক জনতা। কেউ করছে ভিডিও। কেউ করছে লাইভ। একজনও উদ্যোগ নেয়নি ওই আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর জন্য। পরে পুলিশ এসে ছুরিকাহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু ততক্ষণে নিভে যায় তার জীবনপ্রদীপ। স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান সে মৃত। এ ঘটনাটি ঘটে গত শনিবার রাতে শ্রীমঙ্গল শহরের কলেজ সড়কে প্রেস ক্লাবের সামনের রাস্তার ফুটপাথে। আহত যুবকটিকে উদ্ধার না করে মোবাইলে লাইভ করার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে রাতেই নিন্দার ঝড় ওঠে। ভিডিওতে দেখা যায়, ছুরিকাঘাতে আহত ওই যুবক মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। আর লোকজন এগিয়ে এসে তার লাইভ করছে। কেউ তার নাম, ঠিকানা জানতে চাইছে। কেউ জানতে চাচ্ছে কে তাকে মেরেছে তার নাম। কেউ বা তাকে কলিমা পড়াচ্ছে। অবশ্য মুমূর্ষু অবস্থায় পথচারীদের জিজ্ঞাসাবাদে আহত যুবকটি জানায়, তার নাম শরীফ। সজীব নামে শান্তিবাগ এলাকার এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করেছে। শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা খোঁজ নিয়ে জানতে পারি শরীফ ও সজীব এ দুজন বন্ধু ছিল। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।

সর্বশেষ খবর