সোমবার, ১৯ জুলাই, ২০২১ ০০:০০ টা

বেওয়ারিশ লাশ দাফনের দায়িত্ব নিল ছাত্রলীগ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে হাসপাতালে মৃত বেওয়ারিশ এক বৃদ্ধার লাশ দাফনের দায়িত্ব নিয়েছে উপজেলা ছাত্রলীগ। কোনো স্বজন না থাকায় হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয়নি। পরে দাফন-কাফনের দায়িত্ব নেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। গত রাত ১১টার দিকে ফুলবাড়ী কেন্দ্রীয় কবরস্থানে বৃদ্ধার মরদেহ দাফন করা হয়।

স্থানীয়রা জানান, ফাতেমা বেওয়ার স্বামী আজাহার আলী এক বছর আগে মারা যান। পরে লালমনিরহাটের ছিনাই এলাকায় স্বামীর বাড়ি থেকে তিনি চলে আসেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার দাশিয়ারছড়ায় ভাইয়ের বাড়িতে। লালমনিরহাটে তার কোনো আপনজন ছিলেন না। প্রায় দেড় মাস ধরে তিনি ভর্তি থেকে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। সেখানেই শনিবার সন্ধ্যার দিকে মারা যান তিনি। পরিবারের কেউ লাশ নিতে আসছিলেন না। এমনকি দেড় মাসে বৃদ্ধার আপনজন বা কোনো আত্মীয় হাসপাতালে খোঁজ নিতে আসেননি। ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক উম্মে হাফসা বলেন, ওই বৃদ্ধ প্রায় দেড় মাস এখানে চিকিৎসাধীন ছিলেন। তাকে কেউ দেখতে আসেননি।

সর্বশেষ খবর