শিরোনাম
মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

কুমিল্লায় নজর কাড়ছে তিন দৃষ্টিনন্দন রেলস্টেশন

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

কুমিল্লায় নজর কাড়ছে তিন দৃষ্টিনন্দন রেলস্টেশন

দর্শনার্থীদের নজর কাড়ছে কুমিল্লার তিন দৃষ্টিনন্দন রেলস্টেশন। সেগুলো হচ্ছে কুমিল্লার ময়নামতী, লালমাই ও আলীশ্বর রেলস্টেশন। সম্প্রতি স্টেশনগুলোর আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। রেলস্টেশনের দৃষ্টিনন্দন স্থাপনা দেখতে বিকালে আনাগোনা করতে দেখা যায় স্থানীয়দের। সূত্র মতে, স্টেশনগুলো ঢাকা-চট্টগ্রাম রেলরুটে অবস্থিত। কুমিল্লা নগরীতে ময়নামতী রেলস্টেশন, সদর দক্ষিণ উপজেলায় লালমাই রেলস্টেশন ও লালমাই উপজেলায় আলীশ্বর রেলস্টেশন। এর মধ্যে ময়নামতী রেলস্টেশন ও আলীশ্বর রেলস্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। এখানে ট্রেন থামে না। স্থানীয়দের দাবি নান্দনিক স্টেশনগুলো যেন মানুষের কাজে লাগে। এগুলো চালু না হলে ভবনগুলো পরিত্যক্ত হয়ে পড়বে। সরকারের কোটি কোটি টাকার অপচয় হবে। ময়নামতী রেলস্টেশনে সরেজমিন গিয়ে দেখা যায়, নগরীর জাঙ্গালিয়া এলাকায় প্রাচীন রেলস্টেশনটির অবস্থান। নতুন ঝকঝকে তকতকে রেলস্টেশন। শ্রাবণের নীল আকাশের নিচের রঙিন স্টেশন দর্শনার্থীদের নজর কাড়ছে। স্থানীয় তরুণ-তরুণীরা স্টেশনটি দেখতে আসছেন। অনেকে ফ্ল্যাটফরমে বসে আড্ডা দিচ্ছেন। স্টেশনটিতে দীর্ঘদিন ধরে ট্রেন থামে না। স্টেশনটি পুনরায় সচলের দাবি স্থানীয়দের। কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু বলেন, নতুন ডবল লাইন স্থাপন ও স্টেশন ভবন নির্মাণ বর্তমান সরকারের যুগান্তকারী পদক্ষেপ। বন্ধ স্টেশনগুলো চালু হলে মানুষ উপকৃত হবে। নতুবা সরকারের সুন্দর উদ্যোগ ফলপ্রসূ হবে না। ডবল লাইন স্থাপন ও স্টেশন ভবন নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ম্যাক্সের সমন্বয়ক আবদুল ওহাব বলেন, কুমিল্লার ময়নামতী, লালমাই ও আলীশ্বর রেলস্টেশনের সম্প্রতি আধুনিকায়নের কাজ শেষ হয়েছে। এ ছাড়া একই মডেলের কুমিল্লা সদর উপজেলার সদর রসুলপুর ও ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনের কাজ চলছে।

 রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার বলেন, নতুন তিনটি স্টেশনে প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণির বিশ্রামার, সিগন্যালিং রুম, স্টেশন মাস্টার রুম, ওয়েটিং হল, ফ্ল্যাটফরম ও ফটুওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। জনবল সংকটের কারণে ময়নামতী রেলস্টেশন ও আলীশ্বর রেলস্টেশন দীর্ঘদিন ধরে বন্ধ। জনবল নিয়োগ হলে স্টেশনগুলো পুনরায় চালু হবে।

সর্বশেষ খবর