মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ০০:০০ টা

কুষ্টিয়ায় টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধ

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় টিকা কেন্দ্রে উপচেপড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধ

করোনার টিকা নিতে কুষ্টিয়ার কলকাকলি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল সকাল ৮টায় টিকা প্রদান কার্যক্রম শুরু হলেও ভোর থেকেই মানুষ ভিড় জমাচ্ছেন। টিকা প্রদান শুরু হওয়ার আগেই সেখানে দেখা গেছে হাজার হাজার মানুষের লাইন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই ছিল না। ভিড় সামাল দিতে সেখানে মোতায়েন করা হয়েছে পুলিশ। ভিড়ের কারণে নির্ধারিত সময়ের আগেই সোমবার বেলা পৌনে ১২টায় টিকা ফুরিয়ে যায়। টিকা না পেয়ে কয়েক হাজার মানুষ ফিরে যেতে বাধ্য হয়েছেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত শনিবার থেকে কুষ্টিয়ায় শুধু একটি কেন্দ্রে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। প্রথম দুই দিন ধরে কুষ্টিয়া আরপিটিআই কার্যালয় কেন্দ্রে এই টিকা কার্যক্রম চলছিল। সেখানে মানুষের স্থান সংকুলান না হওয়ায় গতকাল  কেন্দ্র পরিবর্তন করে পাশেই কলকাকলি মাধ্যমিক বিদ্যালয়ে নেওয়া হয়। গতকাল ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, কক্ষ থেকে শুরু হওয়া লাইন বিদ্যালয় মাঠ ছাপিয়ে প্রধান ফটকের বাইরে রাস্তায় গিয়ে ঠেকেছে। বাইরে ও সামনের সড়কে মানুষের দীর্ঘ লাইন। সব মিলিয়ে চার থেকে পাঁচ হাজার মানুষ টিকা কেন্দ্রে জড়ো হয়েছেন। টিকা নিতে আসা কয়েকজন জানান, গত চার দিন আগে তারা রেজিস্ট্রেশন করেছেন। এখনো কোনো এসএমএস পাননি।

তার পরও এসেছেন টিকা নিতে। আবার কয়েকজন জানান, তারা এসএমএস পাওয়ার পর এসেছেন। টিকা নিতে আসা কাকলী খাতুন জানান, তিনি সকাল ৭টায় কেন্দ্রে এসেছেন। টিকা নিতে এসে ধাক্কাধাক্কি আর অব্যবস্থাপনা দেখে তিনি ক্ষোভ প্রকাশ করেন। কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, যারা এসএমএস পাচ্ছেন শুধু তারাই টিকা নিতে পারবেন। কিন্তু কেউই কথা শুনছেন না। শুধু রেজিস্ট্রেশন কার্ড নিয়েই টিকা নিতে কেন্দ্রে আসছেন। আগের তুলনায় এখন টিকা নিতে ভিড় বাড়ার কারণ কী- এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন জানান, আগে বয়সসীমা ছিল ৪০ বছর। এখন ৩৫ বছর করা হয়েছে। তাছাড়া মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। যে কারণে ব্যাপক সংখ্যক মানুষ টিকা নিতে কেন্দ্রে ভিড় করছেন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ জুন থেকে কুষ্টিয়ায় চীনা ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান শুরু হয়। সেই টিকা সাধারণের জন্য উন্মুক্ত ছিল না। স্বাস্থ্য বিভাগ, মেডিকেল স্টুডেন্টসহ ১০ ক্যাটাগরির মানুষ এই টিকা নিতে পেরেছেন। আর সাধারণের জন্য যারা অনেক আগে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের গত শনিবার থেকে টিকা দেওয়া হচ্ছে। মঙ্গলবার (আজ) থেকে জেলা সদর ও উপজেলায় একযোগে গণটিকা কার্যক্রম শুরু হবে।

সর্বশেষ খবর