শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

পশু জবাই করতে গিয়ে আহত ৮০

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে অন্তত ৮০ জন আহত হয়েছেন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে পাঁচ-সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ধীমান দেবনাথ বলেন, ঈদের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অন্তত ৮০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিতে এসেছেন। তাদের কেউ গরু-মহিষ জবাই করতে গিয়ে শিংয়ের গুঁতা এবং লাথিতে আহত হয়েছেন। আবার অনেকে মাংস কাটতে গিয়ে অসাবধানতাবশত ছুরি দিয়ে হাত কেটেছেন। এদের মধ্যে পাঁচ-সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।               -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

গাজীপুরে রেললাইনের ওপর ঘুমিয়ে থাকা অজ্ঞাত যুবক ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয়েছেন। গতকাল দুপুরে ওই ব্যক্তির দ্বিখন্ডিত লাশ রেললাইনের ওপর থেকে উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৩৫ বছর। রেলওয়ের নরসিংদী ফাঁড়ির ইনচার্জ এসআই ইমায়েদুল জাহেদী জানান, পূবাইল থানার নিমতলী ব্রিজের পূর্বপাশে ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওপর অজ্ঞাত ব্যক্তির দ্বিখন্ডিত লাশ সকালে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী হাসপাতালে প্রেরণ করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেল লাইনের ওপর ঘুমিয়ে থাকা ওই ব্যক্তি ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হন। তিনি চট্টগ্রাম থেকে ঢাকাগামী চিটাগাং মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।            -গাজীপুর প্রতিনিধি

 

কভিড-১৯ টেস্টের নামে প্রতারণা

কভিড-১৯ টেস্টের লোক নিয়োগের নামে প্রতারণার অভিযোগে মোস্তাকিম আহমেদ (২৬) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে আইডি কার্ড এবং কভিড টেস্ট সংক্রান্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ভূয়া আদেশনামার কপি জব্দ করা হয়। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের অভিযোগের প্রেক্ষিতে আড়াইহাজার থানার বিশনন্দী পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বিশনন্দী এলাকার নজরুল ইসলামের ছেলে। গতকাল র‌্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মোস্তাকিম টিকেএস হেলথ কেয়ার নামে একটি অস্তিত্বহীন ভুয়া প্রতিষ্ঠানের এজিএম। তিনি তার অন্য সহযোগীদের পরস্পর যোগসাজশে কভিড-১৯ টেস্ট সংক্রান্ত ভুয়া সরকারি অনুমতিপত্র তৈরি করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন গ্রুপে অপলোড করে দেশব্যাপী কোভিড-১৯ টেষ্ট কার্যক্রমে লোক নিয়োগ দেওয়ার নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। বিষয়টি স্বাস্থ্য অধিদফতরের নজরে এলে তারা র‌্যাবকে অবহিত করে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিয়ে বন্ধ

কঠোর বিধিনিষেধের মধ্যে বিয়ের আয়োজন করায় বর ও কনে পক্ষকে জরিমানা করা হয়েছে। গতকাল চট্টগ্রামের পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন ইউএনও ফয়সাল আহমদ। তিনি জানান, সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে বিয়ের আয়োজন করায় অভিযান চালিয়ে কনের মামা আবদুল মান্নানকে ৩০ হাজার টাকা ও বরের ভাই কায়েমকে ১০ হাজার টাকা এবং মাস্ক ব্যবহার না করায় নয়জনকে ৪৫০ টাকা জরিমানা করা হয়।       -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম 

 

নিখোঁজ শিক্ষার্থীর লাশ মিলল বুড়িগঙ্গায়

রাজধানীর গাবতলী এলাকায় তুরাগ নদে নিখোঁজের পাঁচ দিন পর ফেরদাউসুর রহমান (১৫) নামে এক মাদরাসা ছাত্রের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে পাগলা নৌ-পুলিশ লাশটি উদ্ধার করে। ফেরদাউসুর রহমান মিরপুর-১৩ এর সেনপাড়া এলাকার অবসরপ্রাপ্ত নৌবাহিনী কর্মকর্তা দেওয়ান মো. নজরুল ইসলামের ছেলে। ফতুল্লার পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই জমসেদ আলী জানান, লাশটি ফতুল্লার মেরি অ্যান্ডারসনের কাছে বুড়িগঙ্গা নদীর দক্ষিণ কেরানীগঞ্জ এলাকার পানগাঁও থেকে উদ্ধার করা হয়েছে। অতিরিক্ত পচনের কারণে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন বোঝা যায়নি। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় পুলিশের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মৃতদেহটি মিডফোর্ড হাসপাতালে প্রেরণ

করা হয়।              -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

সাবেক তথ্য কমিশনার আবু তাহের আর নেই

সৎ কর্মকর্তা হিসেবে পরিচিত সাবেক তথ্য কমিশনার ও সচিব বীর মুক্তিযোদ্ধা মো. আবু তাহের ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। বৃহস্পতিবার তাকে রাষ্ট্রীয় মর্যাদা শেষে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আনন্দপুর গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। ঈদের দিন দুপুরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ঢাকার শ্যামলীতে প্রথম ও কুমিল্লা সদর উপজেলার হরিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মীজানুর রহমান, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, সদর দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল হাই বাবলু, জগন্নাথপুর ইউনিয়ন চেয়ারম্যান মামুনুর রশীদ ও মৃতের ভাই বার্ডের সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মীর কাসেম এবং ছেলে তাকদিস বিন তাহের স্মৃতিচারণ করেন। কুমিল্লা সদর উপজেলার ডা. আম্বর আলী ও রহিমা বেগমের ৯ সন্তানের মধ্যে মো. আবু তাহের ছিলেন সপ্তম।

-কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর