শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

বঙ্গবন্ধুর নামে কোরবানি দিয়েছে আশ্রয়ণবাসী

শ্রীমঙ্গল প্রতিনিধি

বঙ্গবন্ধুর নামে কোরবানি দিয়েছে আশ্রয়ণবাসী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কোরবানি দিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মহাজীরাবাদ ও বেগুনবাড়ী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। জেলা প্রশাসন থেকে পাঠানো গরু দিয়ে তারা এই কোরবানি দিয়েছেন। এ ছাড়া, আশ্রয়ণ প্রকল্পের একটি হিন্দু পরিবারকেও মুরগি পাঠিয়েছে জেলা প্রশাসন। একই সঙ্গে ওই পরিবারগুলোকে উপজেলা প্রশাসন থেকে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, আটা, লবণ, সুজিসহ নিত্য পণ্য। মুজিব শতবর্র্ষ উপলক্ষে এই দুটি আশ্রয়ণ প্রকল্পে ২৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে নতুন ঘর দেওয়া হয়। এর মধ্যে ২৮টি পরিবার মুসলিম ও একটি হিন্দু।

ঈদের দিন গিয়ে দেখা যায়, সরকার থেকে এসব উপহার পেয়ে আশ্রয়ণের ঘরে ঘরে বইছে আনন্দের বন্যা। বিশেষ করে কোরবানির গরুকে ঘিড়ে আনন্দে মেতে উঠেছেন আশ্রয়ণবাসী। এবারই প্রথম তারা ঈদে কোরবানি দিচ্ছেন। এজন্য আনন্দের কমতি নেই শিশু-কিশোরদের। ঈদের আনন্দ বইছে আশ্রয়ণের হিন্দু পরিবারেও। একে অন্যের ঘরে যাচ্ছেন। খাচ্ছেন মিষ্টি ও সেমাই। তাদের এই আনন্দে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। আশ্রায়ণবাসী ভাগাভাগি করছেন ঈদের আনন্দ।

সর্বশেষ খবর