শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার ক্রীড়া বান্ধব : ক্যাপ্টেন তাজ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম এমপি বলেছেন, পিতামাতা যেমন সন্তানের বটবৃক্ষ, প্রতিটি সন্তান পিতামাতার কাছে অমূল্য সম্পদ। তাই আপনার সচেতনতায়ই হবে করোনাভাইরাস প্রতিরোধের মূল হাতিয়ার। তিনি বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, মাদক থেকে দূরে থাকতে সহায়তা করে। আওয়ামী লীগ সরকার ক্রীড়াবান্ধব সরকার। জননেত্রী শেখ হাসিনার সরাসরি তত্ত্বাবধানে ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড ক্লাব, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ড ক্লাব এবং অনুর্ধ্ব-১৬ শিরোপী জয় করে এই ক্লাবের মেয়েরা বাঞ্ছারামপুরের সম্মান সারাদেশে বৃদ্ধি করেছে। তার ধারাবাহিকতা রক্ষা করতে হবে এবং মূল চালিকাশক্তি যুবসমাজকে খেলাধূলায় মেতে থাকতে হবে। বাঞ্ছারামপুরকে বিশ্বদরবারে পরিচিত করার লক্ষ্যে মাদক ছেড়ে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বৃহস্পতিবার বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্যাপ্টেন এবি তাজুল ইসলাম ক্লাবের মেয়েদের মাঝে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম তুষারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা প্রিন্সিপাল আবুল খায়ের দুলাল, ইউএনও সৈয়দা শমসাদ বেগম প্রমুখ। এ ছাড়া তিনি উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।

সর্বশেষ খবর