শনিবার, ২৪ জুলাই, ২০২১ ০০:০০ টা

৯৯৯-এ কল পেয়ে প্রসূতিকে হাসপাতালে নিল পুলিশ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

৯৯৯-এ কল পেয়ে প্রসূতিকে হাসপাতালে নিল পুলিশ

স্বামী-শ্বশুর অত্যাচার করে বাড়ি থেকে বের করে দেওয়ার পর বাবার বাড়ি যাওয়ার পথে সন্তান জন্ম দিলেন ফাতেমা খাতুন নামে এক গৃহবধূ। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে রূপগঞ্জ উপজেলার ভুলতা ফাঁড়ির সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মঙ্গলবার উপজেলায় ভুলতা ফ্লাইওভার এলাকায় এ ঘটনা ঘটে।  ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার বলেন, ফাতেমা খাতুন তার স্বামী শাহীন মিয়ার অত্যাচার সইতে না পেরে প্রসূতি অবস্থায় নাটোর থেকে বাবার বাড়ি ডেমরায় বাসে করে ফিরছিলেন। বাসটি ভুলতা ফ্লাইওভার এলাকায় পৌঁছলে তার প্রসব ব্যথা ওঠে। এ সময় বাসচালক জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন মজুমদার ও উপ-পরিদর্শক উত্তম কুমার ওই গৃহবধূকে উদ্ধার করে পুলিশ ভ্যানে নিয়ে স্থানীয় ইউএস বাংলা মেডিকেলে নিয়ে যান। সেখানে ওই গৃহবধূর একটি ছেলে সন্তানের জন্ম হয়। পরে মা ও সন্তান সুস্থ হলে তার পরিবারকে ফোনে খবর দেন।

সর্বশেষ খবর