সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

রাস্তায় ধানের চারা রোপণ করে প্রতিবাদ

দীর্ঘদিন ধরে কয়েক কিলোমিটারের এ কাঁচা রাস্তাটি চলাচলের একেবারেই অযোগ্য হয়ে পড়েছে। গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে এলাকাবাসীর। স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের একাধিক বার বলেও রাস্তাটি ভালো করার কোনো উদ্যোগ নেয়নি কেউ। তার প্রতিবাদস্বরূপ সেই রাস্তাটিতে ধানের চারা লাগান স্থানীয়রা। এ নিয়ে এলাকায় বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। জানা গেছে, জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মধ্যপাড়া আরশাদের বাড়ি থেকে তারা আলীর বাড়ি পর্যন্ত কয়েক কিলোমিটার এলাকাজুড়ে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এ রাস্তা দিয়ে চলাচলকারী হাজারো মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। বর্তমানে রাস্তাটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অনেকেই পা পিছলে পড়ে আহত হচ্ছেন। এ ছাড়া এ রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে জুতা হাতে নিয়ে চলাচল করতে হয়। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি খুব খারাপ থাকলেও কেউ কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের বলা হলেও তারা রাস্তাটি সংস্কারে কোনো উদ্যোগ নেননি। মাঝে মধ্যে এলাকাবাসী নিজেদের উদ্যোগে মাটি কেটে রাস্তাটি সংস্কার করলেও বৃষ্টির কারণে ফের খারাপ হয়ে যায়।

এ রাস্তা দিয়ে চলাচলকারীরা দীর্ঘদিন ধরে সমস্যার মধ্যে থাকলেও কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা নেই। তাই বাধ্য হয়ে স্থানীয় এলাকাবাসী রবিবার দুপুরে রাস্তাটির বিভিন্ন স্থানে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মুজিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এ কাঁচা রাস্তাটির বেহাল দশা। বিগত ৫ বছর আগে কাবিখার মাধ্যমে রাস্তাটি সংস্কার করা হয়েছিল। কিন্তু বর্তমানে রাস্তাটির অবস্থা খুব খারাপ। রাস্তাটির এলজিইডির অধিভুক্ত করা হয়েছে। আমরা একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি রাস্তাটি সংস্কারের জন্য। এলাকাবাসীর কথা চিন্তা করে দ্রুত রাস্তাটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।

সর্বশেষ খবর