সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ডোমারে স্কুলভবনের ছাদে সবুজ প্রকৃতি

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

ডোমারে স্কুলভবনের ছাদে সবুজ প্রকৃতি

ডোমারে স্কুলভবনের ছাদে বিভিন্ন ফল, ফুল ও সবজির বাগান নজর কেড়েছে এলাকাবাসীর। প্রতিদিন দূরদূরান্ত থেকে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার লোক আসছে বাগানটি একনজর দেখার জন্য।

এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ডোমার পাঙ্গা বালিকা উচ্চবিদ্যালয়। এই স্কুলে কৃষি শিক্ষক পরিবেশবাদী সুকুমার চন্দ্র রায় শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে ২০১৭ সালে বাগানটি তৈরি করেন। তাকে দেখে অনেক বিদ্যালয় কর্তৃপক্ষ বাগান তৈরিতে ঝুঁকছেন। সুকুমার চন্দ্রের বাগানে বর্তমানে গোলাপ, চন্দ্রমল্লিকা, জবা, ডালিয়া, চেরি, কাঠগোলাপ, নাইটকুইন, হাসনাহেনা, মুসুন্ডা, রঙ্গন, বেলি, গাঁদা, অপরাজিতা, গন্ধরাজ, টগর, এলমুন্ডা, দোলনচাঁপা, কলাবতী ফুলের গাছ রয়েছে। এ ছাড়া আছে ঔষধি গাছ কুমারী, তুলসী, পাথরকুচি, আকন্দ, থানকুনি, পুদিনা। সবজির মধ্যে রয়েছে লাউ, পেঁপে, মরিচ, পুঁইশাক, করলা, কাঁকরোল, চিচিঙ্গা। ফলের মধ্যে আছে আম, বেল, কমলা, মাল্টা, লেবু, পেয়ারা। শিক্ষক সুকুমার চন্দ্র রায় বলেন, ‘প্রথমে বিদ্যালয় মাঠে বাগান তৈরি করি। পরে প্রধান শিক্ষকের সহযোগিতায় একাডেমিক ভবনের ছাদে নিয়ে যাই। ছাদে বাগানটি শতভাগ নিরাপদ। বাগান তৈরিতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহ, শ্রম ও শিক্ষকদের যথেষ্ট সহযোগিতা পেয়েছি।’ প্রধান শিক্ষক তরণীকান্ত রায় বলেন, ‘কৃষিশিক্ষক সুকুমার চন্দ্র রায় নিজ উদ্যোগে বাগানটি তৈরি করেছেন। ছাত্রছাত্রীরা এখান থেকে হাতে কলমে অনেক শিক্ষা নিচ্ছে।’

সর্বশেষ খবর