সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ছয় দিন পর হিলিতে আমদানি-রপ্তানি

হিলি প্রতিনিধি

করোনার এই সময়েও মুসলমান সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন উপলক্ষে গত সোমবার সকাল থেকে টানা ছয় দিন হিলি স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে বন্দর দিয়ে আবারও পণ্য আমদানি-রপ্তানি শুরু হয়েছে। সরকারি সব নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনেই আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

এদিকে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য। হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জানিয়েছেন, গত ১৯ জুলাই সোমবার থেকে ২৪ জুলাই শনিবার পর্যন্ত টানা ছয় দিন আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন বন্দরের  ব্যবসায়ীরা।  তবে সরকারি সব নির্দেশনা মেনে গতকাল সকাল থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম আবারও চালু হয়েছে।  

সর্বশেষ খবর