সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

শ্রীপুরে আগুনে পুড়ল ৪১ বসতঘর

শ্রীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখন্ড গ্রামে আগুনে ৪১টি বসতঘর এবং ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। গত শনিবার গভীর রাতে ওসমান গণির বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সার্ভিসের সহকারী পরিচালক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি একটি ব্যাংক থেকে প্রায় ৮০ লাখ টাকা ঋণ নিয়ে ৪১টি আধাপাকা ঘর নির্মাণ করে স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছেন। ভাড়াটিয়ারা লকডাউনে ও ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় অধিকাংশ ঘরই ফাঁকা ছিল। গত শনিবার রাতে ঘরে হঠাৎ আগুন দেখতে পেয়ে নেভানোর চেষ্টা করি। কিন্তু মুহূর্তেই আগুনের লেলিহান শিখা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে আমার প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর