মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

চার ফুট পানির নিচে সুন্দরবন

বাগেরহাট প্রতিনিধি

চার ফুট পানির নিচে সুন্দরবন

নদীর পানি বেড়ে যাওয়ায় উপকূলের বিভিন্ন এলাকা প্লাবিত -বাংলাদেশ প্রতিদিন

পূর্ণিমার জোয়ারে স্বাভাবিকের তুলনায় ২৩ সেন্টিমিটার পানি বেড়ে ৪ ফুট পানিতে প্লাবিত হয়েছে গোটা সুন্দরবন। সুন্দরবনের সব থেকে উঁচু এলাকা চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন এলাকা ২ ফুট পানিতে তলিয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন পর্যটন কেন্দ্র, বন বিভাগের স্টেশন ও ক্যাম্পের রাস্তাঘাট এবং নিচু অবকাঠামো পানিতে তলিয়ে রয়েছে। এদিকে পশুর নদের পানি বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে মোংলা উপজেলার কানাইনগর, কাইনমারী, চিলাসহ বিভিন্ন এলাকা। একইভাবে মোরেলগঞ্জ উপজেলা সদর দেড় থেকে ২ ফুট পানিতে প্লাবিত। পানগুছি নদীর তীরবর্তী জনপদগুলো পানিতে তলিয়ে গেছে। নদীর পানি বেড়ে যাওয়ায় সুন্দরবনসহ বন সন্নিহিত উপকূলের বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় এখানে একরকম বন্যা পরিস্থিরি সৃষ্টি হয়েছে। বন  কর্মকর্তা আজাদ কবির জানান, এবার পূর্ণিমার জোয়ারে অনেক বেশি পানি হয়েছে, যা আগে কখনো হয়নি। রবিবারের দুপুরের জোয়ারে করমজলের বনের ভিতরে ৪ ফুট পানি বেড়েছে।  তবে করমজল প্রজনন কেন্দ্রের হরিণ, কুমির, বিলুপ্তপ্রায় প্রজাতির বাটাগুল বাচকা কচ্ছপসহ সব বন্যপ্রাণী নিরাপদ রয়েছে বলে জানান তিনি। বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য জানান, পূর্ণিমার ভরা গোনের প্রভাবে সুন্দরবনসহ বনসন্নিহিত বিভিন্ন নদ-নদীতে স্বাভাবিকের চেয়ে ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। মূলত শুক্রবার নদ-নদীর পানি বাড়া শুরু করে। শুক্রবার ১৫ সেন্টিমিটার, শনিবার ২১ সেন্টিমিটার ও রবিবার ২৩ সেন্টিমিটার পানি বেড়েছে। চলতি এ গোন শেষের সঙ্গে সঙ্গে নদীর পানিও কমে আসবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর