মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি পাঁচ ফার্মেসিকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে পাঁচটি ফার্মেসি থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল মহানগরের বাঁধ রোডে শেরেবাংলা মেডিকেল কলেজের সামনে এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর, আতাউর রাব্বী ও মহিউদ্দিন আল হেলাল পুলিশ ও বিজিবির সহায়তায় পৃথক এ অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে মেয়াদোত্তীর্ণ ও সৌজন্য ওষুধ প্রদর্শন এবং বিক্রির দায়ে বরগুনা মেডিকেল হল থেকে ২০ হাজার, পলি মেডিকেল হল থেকে ১০ হাজার, জাহানারা মেডিকেল হল থেকে ৩০ হাজার, মহসিন মেডিকেল হল থেকে ৩০ হাজার ও রূপালী মেডিকেল স্টোর থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান শেষে জব্দ করা ওষুধ ধ্বংস করা হয়।

সর্বশেষ খবর