মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি

করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে কলমাকান্দায় ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস গতকাল পালিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে লেঙ্গুরা সাত শহীদের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন মানু মজুমদার এমপি, জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, সাবেক জেলা কমান্ডার মুক্তিযোদ্ধা নুরুল আমিন প্রমুখ। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা জানান। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭১ সালের এই দিনে কলমাকান্দার সীমান্ত লেঙ্গুরা ইউনিয়নের নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে যুদ্ধ সাত বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।

তারা হলেন ডা. আবদুল আজিজ, ফজলুল হক, ইয়ার মাহমুদ, ভবতোষচন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বিজেন্দ্রচন্দ্র বিশ্বাস ও জামাল উদ্দিন।

সর্বশেষ খবর