মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১ ০০:০০ টা

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় আমন ধান রোপণে ব্যস্ত কৃষক

মৌসুমের শুরুতেই আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন নওগাঁর রাণীনগরের চাষিরা। ইতিমধ্যে এ উপজেলায় প্রায় ৭৮০ হেক্টর জমির ধান রোপণ সম্পন্ন হয়েছে। রাণীনগর কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলার আট ইউনিয়নে চলতি মৌসুমে ১৮ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সব জমিতে আতব, ব্রি-৯৫, বিনা ১৭, স্বর্ণা-৫, ব্রি-৭১, ব্রি-৭৫, ব্রি-৪৯সহ কয়েকটি জাতের ধান রোপণ করা হচ্ছে। কেউ জমিতে হালচাষ করছেন। আবার কেউ বিছন তুলে ধানের চারা রোপণে ব্যস্ত। কৃষকরা আশা করছেন আবহাওয়া অনুকূলে থাকলে এবার জমিতে ধান ভালো হবে।

 তারা বলছেন, প্রতি বছর ছোট যমুনা নদীর নান্দাইবাড়ী বেড়ি বাঁধ ভেঙে বন্যার পানিতে এলাকার হাজার হাজার বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। এ বছর সেই বাঁধ সংস্কার করায় বন্যার আশঙ্কা কম বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলার কালীগ্রামের খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম, সরকাটিয়া গ্রামের শাজাহান আলী, জলকৈ গ্রামের গৌতমসহ কয়েকজন কৃষক জানান, গত বোরো মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। পাশাপাশি বাজারে ধানের দাম ভালো পাওয়ায় লাভবান হয়েছেন তারা। এবার মৌসুমের শুরুতেই আমন ধান রোপণ শুরু করেছেন। ভারি বর্ষা বা উজান থেকে আসা ঢলে জমি তলিয়ে যাওয়ার আগেই তড়িঘড়ি করে ধান রোপণ করছেন। রাণীনগর উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত বোরো মৌসুমে প্রায় ১৯ হাজার হেক্টর জমিতে ধান রোপণ করেছিলেন কৃষকরা। এ মৌসুমে উপজেলা জুড়ে ১৮ হাজার ১৩০ হেক্টর জমিতে আমন ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৭৮০ হেক্টর জমিতে ধান রোপণ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী ১০-১২ দিনের মধ্যে আমন ধান রোপণ সম্পন্ন হবে।

সর্বশেষ খবর