শুক্রবার, ৩০ জুলাই, ২০২১ ০০:০০ টা

অবরুদ্ধ ২৫ পরিবার পেল চলাচলের রাস্তা

দিনাজপুর প্রতিনিধি

অবরুদ্ধ ২৫ পরিবার পেল চলাচলের রাস্তা

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ওসির হস্তক্ষেপে দিনাজপুরের খানসামার ভাবকী ইউনিয়নের মারগাঁও গ্রামের অবরুদ্ধ ২৫ পরিবার পেল চলাচলের রাস্তা। চলতি বর্ষা মৌসুমের পর সেখানে ছয় ফুট প্রশস্ত রাস্তা নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম।

জানা যায়, মারগাঁও গ্রামের মাঝখানে প্রধান রাস্তার পাশে ডাঙ্গাপাড়ায় প্রায় ২৫টি পরিবারের বসবাস। তারা সেখানে বসবাস করছেন ৩০-৪০ বছর থেকে। কিন্তু চলাচলের জন্য কোনো রেকর্ডীয় রাস্তা না থাকায় দুই ফুট পরিমাণ জমির আইল দিয়ে চলাচল করতেন এ সব পরিবারের সদস্যরা। সেই রাস্তা কেটে তার ওপর কাদা দিয়ে আইলটিও বন্ধ করে দিয়েছিলেন জমির মালিক আছিমদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন পত্রিকায় ওই এলাকায় অবরুদ্ধ ২৫ পরিবার বিষয়ে সংবাদ প্রকাশ হয়। গত বুধবার বিকালে ঘটনাস্থলে যান খানসামার ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম, ওসি শেখ কামাল হোসেন ও ভাবকী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম। তারা জমির মালিক আছিমদ্দিনকে বোঝানোর পর তার আন্তরিকতায় রাস্তাটি প্রশস্ত করা হয়। আপাতত রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে। ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম বলেন, জমির মালিকের সঙ্গে কথা বলে রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বর্ষার পর সেখানে ভ্যানগাড়িসহ যান ও মানুষের চলাচলের জন্য ৬ ফিট প্রশস্ত রাস্তা নির্মাণ করে দেওয়া হবে।

সর্বশেষ খবর