শিরোনাম
শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

নির্যাতিত নারী-শিশুর পাশে ওসিসি

শেরপুর প্রতিনিধি

নির্যাতিত নারী-শিশুর পাশে ওসিসি

সারা দেশে নির্যাতিত নারী-শিশুর সহায়তায় মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় পরিচালিত নারী নির্যাতন প্রতিরোধে সহায়তা মাল্টিসেক্টরাল প্রকল্প ‘ওয়ান-স্টপ ক্রাইসিস সেল’ (ওসিসি)। এই প্রকল্পের অধীন শেরপুর সদর হাসপাতালের কার্যক্রম চলমান রয়েছে। নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে আসা নারী ও শিশুকে নানা জরুরি সেবা দিচ্ছে এই প্রকল্প। বিনামূল্যে অসহায় নির্যাতিত নারী ও শিশুদের চিকিৎসা, আইনি সহায়তা, কাউন্সেলিং, পারিবারিক বিরোধ নিরসনে সালিশ, জীবিকা নির্বাহে প্রশিক্ষণ, পুনর্বাসন, ডিএনএ পরীক্ষা সংক্রান্ত তথ্য ও করণীয়সহ নানা সেবা দেওয়াই প্রকল্পের প্রধান কাজ। নির্যাতনের শিকার নারী-শিশুদের সেবা প্রদানের ক্ষেত্রে শেরপুরে ওসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থার রেকর্ড থেকে জানা যায়, করোনার শুরু থেকে এখন পর্যন্ত শেরপুরে থেমে নেই ওসিসি সেবা। বিগত দেড় বছরে সরাসরি মামলার জন্য মোট আবেদন পড়েছে ৩৪৫টি। মামলা নিষ্পত্তি ৬৫টি, বিকল্প পদ্ধতিতে সফল নিষ্পত্তি ২৮৩টি, নথিজাত আছে ৮৩টি, অপেক্ষমাণ ১০৩টি, পরামর্শ দেওয়া হয়েছে ৭৪২ জনকে। এডিআর’র ফলে বিচারাধীন বা চলমান মামলা নিষ্পত্তি হয়েছে ২৪২টি। জেলা সদর হাসপাতালের ওসিসির প্রোগ্রাম কর্মকর্তা অমিত শাহরিয়ার বাপ্পী বলেন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, উপজেলা প্রশাসন, জেলা মহিলাবিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা, জেলা লিগ্যাল এইড অফিসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এগিয়ে যাচ্ছে শেরপুরের ওসিসি কার্যক্রম। জেলা মহিলাবিষয়ক অধিদফতরের উপ-পরিচালক লুৎফুল কবীর বলেন, নারী ও শিশু নির্যাতনের জটিল বিষয়গুলোর ক্ষেত্রে আইনগত সাপোর্ট দিয়ে অসহায় মানুষকে ন্যায় বিচার পাওয়ার স্বপ্ন দেখাচ্ছে ওসিসি।

জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. এ কে এম আনওয়ারুর রউফ বলেন, নির্যাতিত নারী ও শিশুর ন্যায় বিচার পেতে এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ওসিসি ভালো ভূমিকা রাখছে।

সর্বশেষ খবর