শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ভাঙা সেতুতে দুর্ভোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ভাঙা সেতুতে দুর্ভোগ

ভাঙ্গা-সদরপুর আঞ্চলিক সড়কের ভাঙ্গা উপজেলার ফুকুরহাটি গ্রামের চাড়াখালি খালের ওপর নির্মিত সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। দুর্ঘটনা এড়াতে ২০ মিটার দীর্ঘ এ সেতুর দুই পাশ ও মাঝখানে বাঁশ দিয়ে আটকিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। স্কুলশিক্ষক জগন্নাথ পাল জানান, ১৯৯১ সালে সেতুটি নির্মিত হয়। ৮-৯ বছর আগে সেতুর দক্ষিণ পাশের কিছু অংশ ভেঙে যায়। ২০১৪ সালে কর্তৃপক্ষ সেতুর কিছু অংশ সংস্কার করে।  বীর মুক্তিযোদ্ধা জমির শেখ বিভিন্ন সময় উদ্যোগ নিয়ে সিমেন্ট দিয়ে সংস্কার করেন। দুই বছর আগে সেতুর মাঝখানের বেশকিছু অংশ ভেঙে পড়ে। তারপরও ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলত। গত ২৭ জুলাই একটি নসিমন সেতু পার হওয়ার পর সেতুর উত্তর পাশের বড় অংশ ভেঙে যায়। এরপর থেকে বন্ধ হয়ে যায় অটো, ভ্যান, রিকশা, সাইকেলসহ সব ধরনের যান চলাচল। এলজিইডির ভাঙ্গা উপজেলা প্রকৌশলী আ. মালেক  বলেন, সেতু দিয়ে হেঁটে চলাচলও ঝুঁকিপূর্ণ। তাই ইউনিয়ন চেয়ারম্যানকে সেতুটি পুরো বন্ধ করে দিয়ে বাঁশের সাঁকো তৈরির পরামর্শ দেওয়া হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর