শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) হস্তক্ষেপে এক শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে। গতকাল দুপুরে মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় ভ্রাম্যমাণ আদালত ওই  শিক্ষার্থীর বাবাকে ২ হাজার টাকা জরিমানা করে। একই সঙ্গে তার বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমানা আক্তার বলেন, গোপনে সংবাদ পেয়ে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের ফরিদ মিয়ার মেয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ফারজানা আক্তারের (১৩) সঙ্গে বিজয়নগর উপজেলার পাহাড়পুরের দুলাল মিয়ার ছেলে সজীব মিয়ার (২৩) বিয়ের আয়োজন করা হয়। লকডাউনের কারণে আয়োজনটি অনেকটা গোপনে করা হয়। গোপন খবরের ভিত্তিতে ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করা হয়। পরে বাল্যবিয়ে আয়োজন করায় মেয়ের বাবাকে ২ হাজার টাকা জরিমানা এবং আগামী পাঁচ বছরের মধ্যে মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য সহিদ মিয়া, সাফিয়া খাতুন প্রমুখ।

সর্বশেষ খবর