শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

আগুনে ক্ষতিগ্রস্ত আইসিইউর চার বেড, ১৪ দিন পর চালু

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে অগ্নিকান্ডের ১৪ দিন পর নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চারটি বেড গতকাল দুপুরে পুনরায় চালু হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সোমবার দুপুরে হাসপাতালের আইসিইউ আংশিকভাবে চালু করা হয়েছে। চারটি বেডে রোগী ভর্তি হতে পারবেন। বাকি ছয়টি বেড চালুর চেষ্টা অব্যাহত রয়েছে। ঢাকা থেকে টেকনোলজিস্ট এসে কাজ করার পর চালু করা যাবে। এখন এসি ব্যবহার করা যাবে না। জানালা খোলা রাখতে হবে। হাইফ্লো ন্যাজাল ক্যানোলাগুলো একসঙ্গে ব্যবহার করতে চাচ্ছি না। দুর্ঘটনা এড়াতে ৭-৮ ঘণ্টা পরপর হাইফ্লো ন্যাজাল ক্যানোলা ব্যবহার করতে চাচ্ছি।’ ১৫ জুলাই টাঙ্গাইল জেনারেল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে অগ্নিকান্ড ঘটে। ওই দিনই আইসিইউ অকেজো হয়ে যায়। -টাঙ্গাইল প্রতিনিধি

 

পত্রিকা বিক্রেতাকে মারধর

কিশোরগঞ্জের হোসেনপুরে পত্রিকা বিক্রেতা ফকরুল ইসলামকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। জানা যায়, গত বৃহস্পতিবার পত্রিকা বিতরণের সময় পৌর সদরের নতুন বাজার এলাকায় কয়েক দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। তাকে মাটিতে ফেলে কিল-ঘুষি-লাথি মেরে ও পিটিয়ে আহত করে। এ সময় তার কাছ থেকে বিভিন্ন জাতীয় পত্রিকার কিছু কপিও ছিনিয়ে নেয়। পরে স্বজনরা ফকরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় গণমাধ্যমকর্মী ও পাঠকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের শাস্তির দাবি করেছেন। ফকরুল ইসলাম বাদী হয়ে হোসেনপুর থানায় অভিযোগ দিয়েছেন। থানার ওসি মুস্তাফিজুর রহমান বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।    -হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

 

মাছের ট্রাকে গাঁজা পাচার, আটক ২

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। তারা হলেন কুমিল্লা সদর থানার শিবপুরের রনি (২২) ও রাশেদ (২৪)। গতকাল র‌্যাব-১০ সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। র‌্যাব জানায়, বিকালে তেঘরিয়া সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় অভিনব কায়দায় মাছ পরিবহনের নামে গাঁজা পাচারকালে ৮০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। ট্রাকটি কুমিল্লা থেকে কেরানীগঞ্জ দিয়ে দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছিল। এ ঘটনায় মামলা হয়েছে।               -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

চেকপোস্টে আটক মাদকসেবী

গাজীপুরের রাজেন্দ্রপুর চৌরাস্তা পুলিশ চেকপোস্টে রকিব (২০) নামে এক মাদকসেবীকে ১০ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী এ আদেশ দেন। দন্ডপ্রাপ্ত রকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানার আবদুল মান্নানের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিস এলাহী জানান, গতকাল বিকালে ময়মনসিংহ থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারে যাত্রীবোঝাই দেখে প্রাইভেটকারটির গতিরোধ করা হয়। এ সময় সন্দেহ হলে রাকিব নামে এক যাত্রীর দেহে তল্লাশি চালিয়ে তিন পুড়িয়া গাঁজা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদন্ড ও ৩০০ টাকা অর্থদন্ড দিয়ে জেলা কারাগারে প্রেরণ করে।         -গাজীপুর প্রতিনিধি

বুড়িগঙ্গায় অর্ধগলিত লাশ

ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে কেরানীগঞ্জের চরকালিগঞ্জ তেলঘাট মাঝ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। তার পরনে ছিল বিস্কিট কালারের ট্রাউজার ও নীল-সাদা স্টাইপের টি শার্ট। সদরঘাট নৌপুলিশের এসআই শহীদ জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশে পচন ধরছে এবং পায়ের কিছু অংশ মাছে খেয়ে ফেলেছে। -কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

গাইবান্ধায় কাভার্ডভ্যান চাপায় চার সিএনজিযাত্রী নিহত

পলাশবাড়ী উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের উত্তর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। এলাকাবাসী জানায়, পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকায়  যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয় পণ্যবাহী কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী এবং হাসপাতালে নেওয়ার পথে আরও এক যাত্রী মারা যান। এতে আরও তিন যাত্রী আহত হয়েছেন। অপরদিকে, সকালে গোবিন্দগঞ্জ- রাজাবিরাট সড়কের সারাই গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- গোবিন্দগঞ্জের পন্ডিতপুর গ্রামের ফেরদৌস মিয়ার ছেলে ফুল মিয়া (২৫) ও খামারপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সালাম (২৪)।         -গাইবান্ধা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর