শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

নাটোরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নাটোর প্রতিনিধি

নাটোরে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের মানিকপুর এলাকার এক কিলোমিটার কর্দমাক্ত সড়ক স্বেচ্ছাশ্রমে সংস্কার করলেন স্থানীয় কৃষকরা। এ কাজ সম্পন্ন করতে সময় লেগেছে ১৪ দিন। মাঝগাঁও ইউপির সদস্য মুক্তার হোসেন বলেন, আমাদের এলাকাটি কৃষিনির্ভর। এই এলাকার সবজি, ফল ও ফসল স্থানীয় হাট-বাজারে নেওয়ার জন্য মানিকপুর এলাকার সড়কটিই ব্যবহৃত হয়। বছরের বেশির ভাগ সময় সড়কটি কর্দমাক্ত থাকে। দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি পাকা করার দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। কর্তৃপক্ষ সুদৃষ্টি না দেওয়ায় বাধ্য হয়ে স্থানীয় কৃষকরা টাকা তুলে সড়কটিতে খোয়া ও বালু বিছিয়ে চলাচলের উপযোগী করেছেন। সড়কটি ১২ ফুট চওড়া। টাকার জোগান কম হওয়ায় ৬ ফুট চওড়া করে ১ কিলোমিটার সংস্কার করা হয়েছে। স্থানীয় আম ও পেয়ারা চাষি কুমেদ আলী, আলতাব হোসেন ও আব্দুল কাদের বলেন, স্থানীয় কৃষকদের উদ্যোগে সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় এবার হাটে ফল ও সবজি কম খরচে পাঠানো যাবে। সড়কটি পাকা করা অতি জরুরি। স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, গ্রামীণ এই সড়ক স্থানীয় অর্থনীতির সঙ্গে যুক্ত। সড়কটি পাকা করা হলে কৃষক ও শিক্ষার্থীসহ অন্যরা সুফল পাবেন।

সর্বশেষ খবর