শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

বৃষ্টির অভাবে বিপাকে আমন চাষিরা

সেচযন্ত্র ব্যবহারে বাড়ছে খরচ

দিনাজপুর প্রতিনিধি

বৃষ্টির অভাবে বিপাকে আমন চাষিরা

বর্ষা মৌসুমেও পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে না উত্তরের জেলা দিনাজপুরে। খেতে নেই পানি। প্রকৃতির এ বৈরিতায় তাই আমন আবাদ নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। অনেকে আগাম চাষের জন্য বীজতলা প্রস্তুত করলেও চারা বীজতলাতেই নষ্ট হওয়ার উপক্রম। কেউ কেউ শ্যালো মেশিনের মাধ্যমে সেচ দিয়ে আমন চারা রোপণ করছেন। এতে তাদের বাড়তি খরচ হচ্ছে। দিনাজপুরে চলতি মৌসুমে আমন রোপণের লক্ষ্যমাত্রা ২ লাখ ৫৬ হাজার হেক্টর জমিতে। ২০ আগস্ট পর্যন্ত আমন রোপণ করা গেলেও এখনই চলছে উপযুক্ত সময়। বীরগঞ্জ উপজেলার পুলহাট গ্রামের কৃষক জিল্লুর রহমান বলেন, ‘আমন চারা রোপণের জন্য বিঘাপ্রতি ১০ হাজার টাকায় ৭ বিঘা জমি বর্গা নিয়েছি। বৃষ্টি না হওয়ায় শ্যালো দিয়ে চারা রোপণ করতে হচ্ছে। এতে ধানবীজ, শ্রমিক ও শ্যালো ভাড়া মিলে খরচ বেড়ে গেছে।’ ঘোড়াঘাট উপজেলার কৃষক শফিকুল ইসলাম জানান, সাধারণত শ্রাবণ এলে জমিতে পানি থইথই করে। এবার এখনো পর্যাপ্ত পানির দেখা মেলেনি। খানসামার কৃষক সাব্বির হোসেন বলেন, ‘বৃষ্টিতে জমে থাকা পানির ওপর নির্ভর করে রোপা আমন চাষ করি। এবার আশানুরূপ বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে দুর্ভোগে পড়েছি। সময়মতো বৃষ্টি না হওয়ায় অনেক বীজতলা নষ্ট হয়ে গেছে।’ খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায় বলেন, ‘বিকল্প উপায়ে জমিতে পানি দিতে কৃষককে পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি হলে এত দিনে রোপণ শেষ হতো।

বৃষ্টি না হওয়ায় রোপণ শেষ হতে দেরি হচ্ছে। তবে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে কোনো শঙ্কা নেই।’ বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আবু রেজা মো. আসাদুজ্জামান বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টির দেখা নেই। কৃষিতে এর প্রভাব পড়েছে। বৃষ্টি শুরু হলে এ সমস্যা কেটে যাবে।’

সর্বশেষ খবর