শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

হুমকিতে নদীতীরের মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীতে পানি বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে ভাঙন। হুমকির মুখে পড়েছে সদর উপজেলার দেবীনগর ও চরবাগডাঙ্গা ইউনিয়নের কৃষি জমিসহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে রয়েছে ওই এলাকার নদী তীরবর্তী কয়েকশ পরিবার। স্থানীয়রা জানান, দেবীনগর গ্রাম থেকে কয়েক মিটার দূরে ভাঙনের তান্ডবলীলা দেখাচ্ছে মহানন্দা নদী। গত বছর নদী ভাঙনে হারিয়ে গেছে এ এলাকার বহু আবাদি জমি। দ্রুত ভাঙনরোধে ব্যবস্থা না নিলে এবারও অনেক জমি নদীতে বিলীন হয়ে যাবে-এমন শঙ্কায় রয়েছেন আশপাশের মানুষ। দেবীনগরের বাসিন্দা শাহিন আক্তার জানান, গত বছর তার এক বিঘা আবাদি জমি নদীতে ভেসে গেছে। এবার যদি পানি উন্নয়ন বোর্ড  ভাঙনরোধে ব্যবস্থা না নেয়, তবে আরও জমি নদীগর্ভে চলে যাবে। আরেক বাসিন্দা নূর মোহম্মদ জানান, এ বছর বন্যায় সবচেয়ে বেশি হুমকির মুখে আছে দিলজান হাজীর টোলা, বাসেদ মন্ডলের টোলা ও সামশুদ্দিন মন্ডলের টোলার বাসিন্দারা। জমসেদ আলী নামে স্থানীয় এক গণমাধ্যমকর্মী বলেন, দেবীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড থেকে এ বছর ভাঙন শুরু হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে এই ইউনিয়নের ধুলাউড়ি হাট, দেবীনগর কেন্দ্রীয় ঈদগাহ, দাখিল মাদরাসাসহ প্রভৃতি এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।

, দেবীনগর বালিকা উচ্চ বিদ্যালয়, দেবীনগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, দিয়াড় মহাবিদ্যালয় ও ইসলামিয়া মাদরাসাসহ অনেক স্থাপনা নদীতে বিলীন হয়ে যাবে। অন্যদিকে পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে ভাঙন। দ্রুত ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পদ্মাপাড়ের মানুষ। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান জানান, ইতিমধ্যে চরবাগডাঙ্গায় বালুর বস্তা ফেলা হয়েছে। অন্য এলাকায় ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর