শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

আশ্রয় পেলেন সেই বৃদ্ধা

নওগাঁ প্রতিনিধি

সহায়-সম্বলহীন নিরাশ্রয় বৃদ্ধা গীতা রানীকে চিকিৎসা শেষে নিরাপদ আশ্রয়ে পাঠানোর ব্যবস্থা করলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। জানা যায়, গত ১০ জুলাই সাপাহার উপজেলার পাগলার মোড় এলাকার একটি পরিত্যক্ত গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয় মানসিক ভারসাম্যহীন গীতা রানীকে।

 অসুস্থ থাকায় তাকে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে ১৯ দিন চিকিৎসা শেষে বৃহস্পতিবার গীতা রানীকে নওগাঁয় সরকারি শিশু পরিবার (বালিকায়) পাঠানো হয়। এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্য হারিয়ে গীতা রানী বিভিন্ন এলকায় ঘুরে বেড়াতেন। ইউএনও জানান, প্রতিটি জেলায় করে সরকারি শিশু পরিবার (বালিকা) রয়েছে। সেখানে সরকারিভাবে ছোট বালিকাদের সঙ্গে বয়স্কদের থাকা, খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর