শিরোনাম
শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

ফাঁকা ঢাকা-মাওয়া মহাসড়ক পাড়া-মহল্লায় চলছে আড্ডা

কেরানীগঞ্জ প্রতিনিধি

ফাঁকা ঢাকা-মাওয়া মহাসড়ক পাড়া-মহল্লায় চলছে আড্ডা

সরকারঘোষিত চলমান কঠোর লকডাউনের অষ্টম দিনেও অনেকটা ফাঁকা ঢাকা-মাওয়া মহাসড়ক। তবে পাড়া-মহল¬ার চিত্র পুরোপুরি ভিন্ন। চায়ের দোকান ছাড়াও জটলা পাকিয়ে আড্ডা চলছে গলির মোড়ে ও  মাঠে। বেশির ভাগ মানুষের মুখে নেই মাস্ক। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির বালাই নেই। গতকাল ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া ফেরিঘাট, আব্দুলাপুর, রাজেন্দ্রপুর, ইকুরিয়া ঘুরে দেখা যায় সড়কে লকডাউন সফল করতে তৎপর রয়েছেন পুলিশ। জরুরি প্রয়োজন ছাড়া কোনো গাড়ি রাজধানীতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, মহাসড়কের বাইরে কেরানীগঞ্জের অভ্যন্তরীণ এলাকার চিত্র প্রায় উল্টো। কিশোর ও উঠতি বয়সী তরুণরা আড্ডা দিচ্ছে যত্রতত্র। এই কঠিন মুহূর্তে সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের মাঠে দেখা গেছে ক্রিকেট ও ফুটবল খেলতে। বয়স্করাও ঘরে থাকছেন না। সেনাবাহিনী, বিজিবি নৌ-বাহিনী ও পুলিশের গাড়ি দেখলেই লোকজন দ্রুত সটকে পড়েন। দোকানিরাও প্রতিষ্ঠানে তালা দিয়ে অন্যত্র চলে যান। পরে প্রশাসনের গাড়ি চলে গেলে আবার স্বাভাবিক হয়ে যায়। এলাকাবাসী জানায়, পাড়া মহল্লায় লকডাউন কেউ মানে না। মানুষ উদাসীন। মহল্লায় দোকানপাট খোলা রাখেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। পুলিশ শুধু প্রধান সড়কে দাঁড়িয়ে আছে, পাড়ার ভিতরে যে কি হচ্ছে তা দেখার কেউ নেই।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথ বলেন, লকডাউন কার্যকর করতে সবোর্চ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রশাসন।                     ৫০০টি মোবাইল কোর্টের মাধ্যমে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। ব্যক্তি সচেতনতা ছাড়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।      সবাইকে নিজের পরিবার, সমাজ এবং দেশের জন্য হলেও               লকডাউনের বিধিনিষেধ মানাতে হবে।

সর্বশেষ খবর