শনিবার, ৩১ জুলাই, ২০২১ ০০:০০ টা

পদ্মায় বিলীন আট বসতঘর

মুন্সীগঞ্জ প্রতিনিধি

পদ্মায় বিলীন আট বসতঘর

তীব্র স্রোতের তোড়ে ভাঙনে আট বসতঘর পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। গতকাল মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের পূর্ব হাসাইল এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসীর সহায়তায় ৬টি ঘর উদ্ধার হলেও ঘরে থাকা আসবাবপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। জানা যায়, পদ্মা নদীর ভাঙনে স্কুল, মসজিদসহ প্রায় ১০০টির ওপর বাড়ি হুমকিতে রয়েছে। আতঙ্কে দিন কাটাচ্ছে পদ্মা পারের বেশ কয়েকটি পরিবার। গৃহহারা পরিবারগুলো নদীর তীরে বাঁধ এবং তাদের দ্রুত সাহায্য সহযোগিতার দাবি জানান। ভাঙনে ক্ষতিগ্রস্ত খোরশেদ শেখ জানান, পদ্মার তীব্র স্রোতে নদীগর্ভে মুহূর্তে তার দুটি ঘর চলে গেছে। ঘর উদ্ধার করতে পারলেও ঘরের আসবাবপত্র কিছুই উদ্ধার হয়নি।

হাসাইল বানারী ইউপি চেয়ারম্যান জানান, পদ্মায় বিলীন হওয়া ৮টি ঘরের মধ্যে ৬টি ঘর এলাকাবাসী উদ্ধার করেছে। তবে ঘরে থাকা                 মালামাল উদ্ধার করা যায়নি। এ ব্যাপারে তিনি স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর