সোমবার, ২ আগস্ট, ২০২১ ০০:০০ টা

পাঁচ জেলায় ১৪ জনের প্রাণহানি

প্রতিদিন ডেস্ক

পাঁচ জেলায় ১৪ জনের প্রাণহানি

মাদারীপুর জেলার শিবচরে ট্রাক উল্টে খাদে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফরিদপুর, টাঙ্গাইল, বগুড়া, ঝিনাইদহ ও ঢাকার সাভারে পৃথক দুর্ঘটনায় এক নারীসহ আরও আটজনসহ মোট ১৪ জন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা থেকে রবিবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- মাদারীপুর : শনিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদের টোলপ্লাজার কাছে মালবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে ছয়জন নিহত হয়েছেন। ফরিদপুর : সকালে নগরকান্দা উপজেলায় বাসের ধাক্কায় কবিরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে, বোয়ালমারী উপজেলায় ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সৌরভ দাস নামে আরেক মোটরসাইকেল চালক। অপরদিকে, মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকচাপায় জলিল শেখ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। টাঙ্গাইল : শনিবার সন্ধ্যায় মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকায় বাসের ধাক্কায় গোলাম হোসেন নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। অপরদিকে, দেওহাটা এলাকায় বাসের ধাক্কায় নাজমা বেগম নামে অরেক মোটারসাইকেল আরোহী নিহত হয়েছেন। বগুড়া : সকালে মাটিডালি বিমান মোড়ে বাস চাপায় আবু হাসান নামে এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছেন। ঝিনাইদহ : সকালে মহেশপুরে উপজেলার রাখালভোগা বাসস্ট্যান্ড এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় সাইদুল ইসলাম নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সাভার (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আমিনবাজারে ট্রাকচাপায় নিহত হয়েছেন ইমরান নামে এক যুবক।

সর্বশেষ খবর